• আজ ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লার সদর দক্ষিণে ২০০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

| নিউজ রুম এডিটর ৭:৩৯ অপরাহ্ণ | জুলাই ১৪, ২০২৩ সারাদেশ

এন.সি জুয়েল, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার সদর দক্ষিণে ২০০ বোতল ফেনসিডিল ও সিএনজিসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে সদর দক্ষিণ থানা পুলিশ।শুক্রবার (১৪ জুলাই) সকাল ৯ ঘটিকার সময় রতনপুর গ্রামস্থ পিপুলিয়া যাওয়ার রাস্তার মাথায় মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটককৃত মাদক ব্যবসায়ী হলেন,কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিন ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের মৃত আব্দুল সামাদের ছেলে আব্দুল জলিল (৩২)।সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ চৌধুরী জানান,গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ মডেল থানার এসআই মামুন মিয়া,এএসআই মোঃ তুহিন হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ রতনপুর গ্রামস্থ পিপুলিয়া যাওয়ার রাস্তার মাথায় অবস্থান নেয়।সকাল ৯ ঘটিকার সময় কুমিল্লা থ -১১-৯৩৩১ নম্বরের একটি সিএনজি তল্লাশি চালানো হয়।এসময় সিএনজির ভিতরে দুটি প্লাস্টিকের বস্তায় রাখা ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।সেই সঙ্গে মাদক ব্যবসায়ী আব্দুল জলিলকে আটক করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়।

উক্ত আসামির বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানার মামলা নং – ২০/৩০৮,ধারা- ২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬ (১) এর ১৪ (গ) রুজু করা হয়েছে।এ ধরনের মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।