কক্সবাজারের টেকনাফ পৌর শহরের প্রধান সড়কে অবৈধ গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছেন উপজেলা প্রশাসন। অভিযানের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুল হক চৌধুরী। এসময়, আইন শৃঙ্খলার নিরাপত্তায় সহযোগিতা করেন টেকনাফ মডেল থানা পুলিশের একটি টিম।
মঙ্গলবার (২৫ শে জুলাই) সকাল হতে এ অভিযান চালানো হচ্ছে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট এরফানুলহক চৌধুরী। অভিযান বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পৌর শহরের সড়কে যানজট সৃষ্টি করে গাড়ি পার্কিং করা যাবে না। জনগণের চলাচলে ভোগান্তি সৃষ্টি করে সড়ক দখলে রেখে অবৈধভাবে গাড়ি পার্কিং করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দূরপাল্লার বাস সহ যেসমস্ত যানবাহন অবৈধভাবে শহরের সড়কে পার্কিং করে থাকেন তাদেরকে বাসটার্মিনালে সড়িয়ে যেতে বলা হয়। ড্রাইভার, বাস কাউন্টার ও পরিবহন সংগঠন গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান