• আজ ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মানবতাবিরোধী অপরাধ : শেখ হাসিনার মামলার রায় ঘোষণা ১৭ নভেম্বর | ঐকমত্যের বাইরে কিছু চাপিয়ে দিলে সব দায় সরকারকে নিতে হবে: ফখরুল | ১৩ নভেম্বর ঘিরে সতর্ক সরকার, সন্ত্রাসীদের কোনো ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা | ১০ নভেম্বর শেষ হচ্ছে ভোটার এলাকা পরিবর্তনের সময়, আবেদন যেভাবে | রাজধানীতে গির্জায় ককটেল হামলা | ইসি শতভাগ প্রস্তুত, ফেব্রুয়ারির প্রথমভাগেই নির্বাচন সম্ভব | শেরপুরের ৩টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা | সালমান শাহ হত্যা মামলার আসামি কে এই আজিজ মোহাম্মদ ভাই? | জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের সুপারিশ ঐকমত্য কমিশনের | সব দলকে নির্বাচনে আসার আহ্বান মির্জা ফখরুলের |

আদিতমারীতে অদ্ভুত সন্তানের জন্ম

| নিউজ রুম এডিটর ৮:২২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৯, ২০২৩ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট আদিতমারীতে অদ্ভুত কন্যা শিশুর জন্ম হয়েছে।

শক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে নিজ বাড়ীতে জন্ম দেন আর্জিনা খাতুন (২০) নামের এক গৃহবধু। অদ্ভুত আকৃতির শিশুটির জন্মের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন শিশুটিকে একনজর দেখতে শত,শত উৎসক জনতা ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।

সে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী উত্তরটারী এলাকার স্বপন ইসলামের স্ত্রী।

 

শিশুটির দাদী আছিয়া খাতুন জানান, শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে প্রসব ব্যথা শুরু হয়। পারিবারিক লোকজনের সহতায় নরমালী একটি অদ্ভুত মেয়ে বাচ্চা জন্ম দেয়। শিশুটির শরীরের পুরো অংশ মানুষের স্বাভাবিক থাকলেও বাচ্চাটির পাকস্থলীর ভিতরের সমস্ত নাড়ী-ভুড়ি ও কলিজা বের হয়ে পেটের উপড় থাকতে দেখা যায়। জন্মের পর শিশুটি মায়ের বুকের দুধ ও গাভীর দুধ পান করে।

এক পর্যায়ে ১৪ ঘন্টা জীবিত থাকার পর শিশুটি মারা যায়। তবে নবজাতক শিশুর মা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।