• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

আদিতমারীতে অদ্ভুত সন্তানের জন্ম

| নিউজ রুম এডিটর ৮:২২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৯, ২০২৩ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট আদিতমারীতে অদ্ভুত কন্যা শিশুর জন্ম হয়েছে।

শক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে নিজ বাড়ীতে জন্ম দেন আর্জিনা খাতুন (২০) নামের এক গৃহবধু। অদ্ভুত আকৃতির শিশুটির জন্মের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন শিশুটিকে একনজর দেখতে শত,শত উৎসক জনতা ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।

সে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী উত্তরটারী এলাকার স্বপন ইসলামের স্ত্রী।

 

শিশুটির দাদী আছিয়া খাতুন জানান, শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে প্রসব ব্যথা শুরু হয়। পারিবারিক লোকজনের সহতায় নরমালী একটি অদ্ভুত মেয়ে বাচ্চা জন্ম দেয়। শিশুটির শরীরের পুরো অংশ মানুষের স্বাভাবিক থাকলেও বাচ্চাটির পাকস্থলীর ভিতরের সমস্ত নাড়ী-ভুড়ি ও কলিজা বের হয়ে পেটের উপড় থাকতে দেখা যায়। জন্মের পর শিশুটি মায়ের বুকের দুধ ও গাভীর দুধ পান করে।

এক পর্যায়ে ১৪ ঘন্টা জীবিত থাকার পর শিশুটি মারা যায়। তবে নবজাতক শিশুর মা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।