• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

আদিতমারীতে অদ্ভুত সন্তানের জন্ম

| নিউজ রুম এডিটর ৮:২২ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৯, ২০২৩ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাট আদিতমারীতে অদ্ভুত কন্যা শিশুর জন্ম হয়েছে।

শক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে নিজ বাড়ীতে জন্ম দেন আর্জিনা খাতুন (২০) নামের এক গৃহবধু। অদ্ভুত আকৃতির শিশুটির জন্মের খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন শিশুটিকে একনজর দেখতে শত,শত উৎসক জনতা ওই বাড়িতে ভিড় জমাচ্ছেন।

সে উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী উত্তরটারী এলাকার স্বপন ইসলামের স্ত্রী।

 

শিশুটির দাদী আছিয়া খাতুন জানান, শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবাগত গভীর রাতে প্রসব ব্যথা শুরু হয়। পারিবারিক লোকজনের সহতায় নরমালী একটি অদ্ভুত মেয়ে বাচ্চা জন্ম দেয়। শিশুটির শরীরের পুরো অংশ মানুষের স্বাভাবিক থাকলেও বাচ্চাটির পাকস্থলীর ভিতরের সমস্ত নাড়ী-ভুড়ি ও কলিজা বের হয়ে পেটের উপড় থাকতে দেখা যায়। জন্মের পর শিশুটি মায়ের বুকের দুধ ও গাভীর দুধ পান করে।

এক পর্যায়ে ১৪ ঘন্টা জীবিত থাকার পর শিশুটি মারা যায়। তবে নবজাতক শিশুর মা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।