• আজ ২৭শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি |

রাহুল রাজ এর প্রেমের কবিতা ভেঙ্গেছি প্রথা

| নিউজ রুম এডিটর ৫:৫৯ অপরাহ্ণ | সেপ্টেম্বর ২৬, ২০২৩ পাঠকের কলাম

ভেঙ্গেছি প্রথা
—রাহুল রাজ

আমি পথ হেঁটে হেঁটে
পথকে চিনেছি।
বিপথে হেঁটে বিপদে।

আমি বেসুরের কাছে-
সুর খুঁজেছি-।
পাষাণে ভালোবাসা।
সুপ্ত প্রতিভা
দেখিনি ও পথে-
মরীচিকা ছিল চোখে।

গুপ্ত অভিশাপ
বুকে ধরেছি
সুখ গুলো বেচে দুঃখে।
রাতের আকাশে
রবি খুঁজেছি।
মিছে সেজেছি কবি।
ভালোবাসা আমি-
ভেলাতে ভাসায়ে-
বুকেতে ধরেছি ছবি।

আমি পথ হেঁটে হেঁটে-
পথকে চিনে-
হয়েছি আমি পথিক।
তোমারা যাকে ভুল ভুল বল!
আমিতো বলি ঠিক।

‘দীপ্ত চোখে
তৃপ্ত মনে-
লিপ্ত হলে-
সিদ্ধ পুরুষ
শুদ্ধ হওয়া যায়।’
তবু ভয়, সংশয়।
ছেড়ে প্রশ্নবান।
ভোগে না ত্যাগে-
কোন পথে-
কে হবে মহান।

দেখেছি আমি,
সাধু, নিজে সেজে ভগবান-
নিজেরি পূজা চায়।
সত্যি ভগবান, পূজারি খোঁজে-
মানুষের দরজায়।

তবু আমি,
বিপথে হেঁটে বিপদে পড়েছি।
অপবাদে পেতেছি মাথা।
নিজেরে আমি, নিজেই খুঁজেছি-
দু’হাতে ভেঙ্গেছি প্রথা।