• আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

পলাশবাড়ীতে জাতীয় কন্যা শিশু দিবস পালিত

| নিউজ রুম এডিটর ৭:১৪ অপরাহ্ণ | সেপ্টেম্বর ৩০, ২০২৩ সারাদেশ
আশরাফুল ইসলাম গাইবান্ধা:: বিনিয়োগের অগ্রাধীকার কন্যা শিশুর অধিকার এই প্রতিপাদ্য কে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে কিশোর কিশোরী ক্লাব সদস্যদের মাঝে পোশাক,শিক্ষা উপকরণ বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহলিা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ৩০ সেপ্টেম্বর শনিবার বিকাল ৩ ঘটিকায় পৌর শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেরা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ পারভীনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ।

সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহমান ,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম,মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহেদার রহমান, রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, পৌর কাউন্সিলর লিটন মিয়া সহ অন্যান্যরা । আলোচনা শেষে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের মাঝে পোশাক ও শিক্ষা উপকরণ প্রদান করা হয়। এসময় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।