• আজ ১১ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দলে ফিরলেন হৃদয়

| নিউজ রুম এডিটর ২:৪৬ অপরাহ্ণ | অক্টোবর ৩১, ২০২৩ ক্রিকেট, খেলাধুলা

কলকাতার ইডেন গার্ডেনসে মঙ্গলবার (৩১ অক্টোবর) মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। ঐতিহাসিক এই স্টেডিয়ামে টস জিতেছে বাংলাদেশ। টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ দলে আছে এক পরিবর্তন।

 

এদিকে বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়ে গেলেও নানা যদি কিন্তুতে বিশ্বকাপে টিকে আছে পাকিস্তান। বাকি সবগুলো ম্যাচে জিততে তো হবেই সঙ্গে তাকিয়ে থাকতে হবে শীর্ষ দলগুলোর হারের জন্য। সমীকরণ যখন এমন তখন অনুশীলনে মনোযোগী পাকিস্তান।

ওয়ানডেতে দুই দল মুখোমুখি হয়েছে ৩৮ বার। যেখানে ৩৩ জয় নিয়ে বেশ এগিয়ে পাকিস্তান। বাংলাদেশের জয় মাত্র ৫ ম্যাচে। এশিয়া কাপে এই দুই দলের শেষ দেখায় পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ।

 

পাকিস্তানের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। শেখ মেহেদীর পরিবর্তে দলে ফিরেছেন তাওহীদ হৃদয়। এদিকে পাকিস্তান দলেও রয়েছে তিন পরিবর্তন। ইমাম উল হক, শাদাব খান এবং মোহাম্মদ নাওয়াজের পরিবর্তে দলে ফিরেছেন ফখর, উসামা মির এবং আগা সালমান।

বাংলাদেশ একাদশ
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম

পাকিস্তান একাদশ
আবদুল্লাহ শফিক, ফখর জামান, বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ইফতিখার আহমেদ, আগা সালমান, শাহিন আফ্রিদি, উসামা মির, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ