• আজ ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম

নরসিংদীতে চাচাত ভাইকে হত্যায় ঘটনায় গ্রেফতার ২

| নিউজ রুম এডিটর ১১:৫৯ অপরাহ্ণ | ডিসেম্বর ২৯, ২০২৩ আইন ও আদালত

ফাহিম আহমেদ খান, নরসিংদী জেলা প্রতিনিধি: নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো ভাই কাউসার মিয়াকে হত্যায় খুনি ভাড়া করেন শরীফ মিয়া। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভির আহমেদ।

গ্রেপ্তাররা হলেন- রবিন ভূইয়া ও আজিজুল হাকিম। তারা টাকা নিয়ে কাউসার মিয়াকে খুন করেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।

ওসি তানভির আহমেদ বলেন, ‘গত ১৮ ডিসেম্বর সদর থানার বাগহাটা এলাকায় খুন হন কাউসার মিয়া। নিহতের মা মোছা. সামসুন্নাহার চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেন।

ওসি আরও বলেন, ‘হত্যাকাণ্ডে সরাসরি জড়িতদের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার দুজন সরাসরি এ ঘটনায় জড়িত ছিল বলে জবানবন্দি দেয়। তাদের স্বীকারোক্তি অনুসারে, খুন করার জন্য তাদের দুজনকে ভাড়া করে নিহতের চাচাতো ভাই শরীফ মিয়া।

হত্যাকাণ্ডে জড়িত শরীফসহ অন্য আসামিদের ধরতে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।’