• আজ ২৫শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গাজার চারপাশে এবার ‘কিল জোন’ বানাচ্ছে ইসরাইল! | ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ | সারাদেশে চলছে ‘নো ওয়ার্ক নো ক্লাস’ কর্মসূচি | দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে তিন বিভাগে | সত্য সংবাদ প্রকাশে বিদেশি গণমাধ্যমের মিথ্যার ওপর চুনকালি পড়বে: স্বরাষ্ট্র উপদেষ্টা | শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র, শতাধিক বোমা বিস্ফোরণ | জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা | ভারতের সম্পর্ক কোনো ব্যক্তি বা রাজনৈতিক দলের সঙ্গে নয়: মোদি | বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন | শেখ হাসিনাকে ফেরত পাঠানোসহ মোদির সঙ্গে যেসব বিষয়ে কথা হলো ইউনূসের |

পাটগ্রামে ব্রিজ দখল করে অবৈধভাবে দোকান নির্মাণ, সাংবাদিক লাঞ্ছিত

| নিউজ রুম এডিটর ৯:০২ পূর্বাহ্ণ | জানুয়ারি ১২, ২০২৪ অপরাধ-দুর্নীতি, বাংলাদেশ
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিহাটের পাটগ্রাম উপজেলার সানিয়াজান নদীর ব্রিজের পাশের খাল দখল করে পাকা দোকান নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনার ছবি ধারণ করতে গেলে স্থানীয় এক সাংবাদিককে লাঞ্ছিত করেন।
বৃহস্পতিবার (১১জানুয়ারী) দুপুরে সরেজমিন গিয়ে দেখা গেছে স্থানীয় এক ব্যবসায়ী বাউরা বাজারের সানিয়াজান নদীর পশ্চিম  মাথার ব্রিজসংলগ্ন এলাকায় নদীর গতি প্রবাহ বাঁধার সৃষ্টি করে খাল ও ব্রিজের একাংশ দখল করে পাকা দোকান নির্মাণ করছেন। স্থাপনার কাজটি চলমান রয়েছে। এতে নদীর পানি বৃদ্ধি পেলে সানিয়াজান নদীর ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বাউরা বাজারের সানিয়াজান নদীর উপরে নির্মিত ব্রিজের ২০ ফিট ভিতরে অবৈধভাবে দখল করে দোকান ঘর নির্মাণ করছেন স্থানীয় এক ব্যবসায়ী আসাদুল ইসলাম। এরপর স্থানীয় এক সাংবাদিক আবু সাঈদ (৪৫) অবৈধ স্থাপনার ছবি ধারণ করতে গেলে ব্যবসায়ী আসাদুল ইসলাম ও তার লোকজন সাংবাদিকের উপর চড়া হয়ে মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে লাঞ্চিত করে।
এ ঘটনায় সাংবাদিক আবু সাঈদ পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও পাটগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
বাজার ব্যবসায়ীরা জানান, আসাদুল ইসলাম অবৈধভাবে ব্রিজের পাশে খাল দখল করে দোকার নির্মাণ করছে। স্থানীয় প্রশাসন দেখেও না দেখার ভান করছেন।
স্থানীয় সাংবাদিক আবু সাঈদ বলেন, অবৈধ স্থাপনার নির্মাণের খবর পেয়ে ছবি তুলতে গেলে আসাদুল ইসলাম ও তার লোকজন বাধা প্রদান করে আমার ফোন কেড়ে নেয় এবং শারীরিকভাবে লাঞ্ছিত করে।
এ বিষয়ে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, সাংবাদিককে লাঞ্ছিতর ঘটনায় একটি অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার নুরুল ইসলাম বলেন,অবৈধ স্থাপনা নির্মান নিয়ে একটি অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।