• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

লালমনিরহাটে আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধার মৃত্যু 

| নিউজ রুম এডিটর ১১:৫৩ পূর্বাহ্ণ | জানুয়ারি ১৯, ২০২৪ লালমনিরহাট, সারাদেশ
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আগুন পোহাতে গিয়ে দগ্ধ বৃদ্ধা ফাতেমা বেগমের (৭০) মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাতে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়।
এর আগে, একই দিন সকালে উপজেলার বাড়াইপাড়া গ্রামে আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন বৃদ্ধা ফাতেমা। তিনি ওই গ্রামের মৃত রুহুল উল্ল্যার স্ত্রী।
জানা গেছে, ঠাণ্ডায় কাহিল বৃদ্ধা ফাতেমা বেগম পাশের বাড়িতে আগুন পোহাচ্ছিলেন। এ সময় অসতর্ক অবস্থায় শাড়িতে আগুন লেগে দগ্ধ হন তিনি। পরে তার চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওই বৃদ্ধাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
কিন্তু বৃদ্ধার পরিবার তাকে রংপুরে নিতে বিলম্ব করায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়।
নিহত ফাতেমার ছেলে শাহ্ আলম বলেন, আমার মা আগুন পোহাতে গিয়ে দগ্ধ হন। পরে হাসপাতালে ভর্তি করা হয়। আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ারুল হক বলেন, আগুনে দগ্ধ ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিল। তারা রংপুরে নিতে বিলম্ব করায় হাসপাতালেই ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।