• আজ ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 এনসিপির সমাবেশে হামলা: সরকারের কঠোর বার্তা | সারাদেশে ব্লকেডের ডাক দিলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গোপালগঞ্জ রণক্ষেত্র, ১৪৪ ধারা জারি | মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার |

লালমনিরহাট সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশি নিহত

| নিউজ রুম এডিটর ২:২১ অপরাহ্ণ | জানুয়ারি ২৮, ২০২৪ লালমনিরহাট, লিড নিউজ, সারাদেশ
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফর গুলিতে টুকলু মিয়া (২৯) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছে।
রোববার( ২৮ জানুয়ারী) ভোররাতে ওই উপজেলার দহগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত টুকলু মিয়া দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার আফজাল হোসেনের পুত্র বলে জানা গেছে। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
স্থানীয়রা জানান, ওই সীমান্ত দিয়ে ভারতীয় গরু পারাপারের চেষ্টা করেন টুকলুসহ একদল চোরাচালানকারী। এ সময় টহলরত ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ-র এক দল তাদের লক্ষ্য করে গুলি করেন। ওই গুলিতে ঘটনাস্থলে টুকলু নিহত হলে বিএসএফ তার লাশ ভারতে নিয়ে যায় এমন দাবী স্থানীয়দের। তবে এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-র সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, তিনি বিষয়টি লোকমুখে শুনেছেন। ঘটনাস্থলের দিকে যাচ্ছেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না এ পর্যন্ত। খোঁজ-খবর নিয়ে বলতে পারবেন।
আজিজুল ইসলাম বারী, ০১৭১৭-৪৬৯৮৮৩।