• আজ ৩রা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে ইসরাইলের হামলা, ভিডিও প্রকাশ! | ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল পাকিস্তান | সরকারি চাকরি অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আইন উপদেষ্টা | একেকজনের মৃত্যুতে জেগে উঠবে শত শত বীর: ইরানের প্রেসিডেন্ট | ডেঙ্গু ও করোনা প্রতিরোধে  শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ নির্দেশনা | বেনিয়ামিন নেতানিয়াহুর বাড়ি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা | ছাত্র-জনতার অভ্যুত্থানে হামলাকারী চেয়ারম্যানের কারাগারে ‘আত্মহত্যা’ | ইসরায়েলের হামলাকে ‘বর্বর’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা চীনের | ইসরাইলে নতুন করে মিসাইলের বহর ছুঁড়ল ইরান | লন্ডনে ‘একান্ত বৈঠকের’ আলোচনা জাতির সামনে পরিষ্কার করতে হবে |

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না রানার

| নিউজ রুম এডিটর ১১:২৬ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৩, ২০২৪ লালমনিরহাট, লিড নিউজ, সারাদেশ
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারী উপজেলার দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে ধর্ষণের মামলা থেকে বাঁচতে ইসরাউল হক রানা (২৪) আত্মগোপনে চলে যান। এ সময় কক্সবাজারের পেকুয়া এলাকায় গিয়ে ছদ্মবেশে গরুর খামারে কাজ নেন। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার (১ ফেব্রুয়ারি) রাতে কক্সবাজারের পেকুয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে।
আদিতমারী থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, দশম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে যাওয়ার সময় প্রতিদিনই তাকে বিরক্ত করত রানা। এক পর্যায়ে ওই ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন তিনি। এতে ওই স্কুল ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়লে রানাকে বিয়ের জন্য চাপ দেন। কিন্তু রানা বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে আত্মগোপন চলে যান। গত ২১ জানুয়ারি লালমনিরহাটের একটি বেসরকারি হাসপাতালে ওই স্কুল ছাত্রী একটি পুত্র সন্তানের জন্ম দেয়। এরপর ওই ছাত্রী বাদী হয়ে আদিতমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রানার নামে মামলা দায়ের করেন।
আদিতমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, রানা কক্সবাজারের পেকুয়া এলাকায় কাজল নামের এক খামারির বাড়িতে ছদ্মবেশে গরুর খামারে কাজ করতেন। এমন খবরের সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওসি (তদন্ত) রফিকুল ইসলামের নেতৃত্বে রানাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরো বলেন, আসামিকে রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হবে।