• আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

আদিতমারীতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে পথচারী নিহত

| নিউজ রুম এডিটর ৮:১১ পূর্বাহ্ণ | ফেব্রুয়ারি ১৭, ২০২৪ লালমনিরহাট, সারাদেশ
আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের আদিতমারীতে
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সিরাজুল ইসলাম (৩৭) নামের এক যুবকের মৃত্যু হয়েছে ।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে
লালমনিরহাট- বুড়িমারী সড়কের খাতাপাড়া মাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সিরাজুল আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ি  চ‌ওড়াটারি গ্রামের আব্দুল মিয়ার ছেলে।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ উন নবী এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,
বুড়িমারী গামী একটি ট্রাক খাতাপাড়া এলাকায় সিরাজুল ইসলাম নামে এক পথচারীকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সিরাজুল। এ ঘটনায় ঘাতক ট্রাকের চালক রহমত আলীকে আটক করা হয়েছে। আটক রহমত আলী নওগাঁ জেলার মহাদেবপুর থানার শিবগঞ্জ দোহালী পাড়া এলাকার  হানিফ মোল্লার ছেলে।