পবিত্র রমজান মাসে সৌদি আরবের মসজিদে নববীতে রেকর্ড সংখ্যক মুসল্লির সমাগম ঘটেছে। মাসের প্রথম ২০ দিনে মসজিদটিতে নামাজ আদায় করেছে দুই কোটিরও বেশি মানুষ।
শনিবার (৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, রমজানের প্রথম ২০ দিনে মসজিদে নববীতে ২০ মিলিয়নের বেশি মুসল্লির সমাগম ঘটেছে। তারা মসজিদটিতে নামাজ আদায় করেছেন এবং ইবাদতও পালন করেছেন।
মসজিদে নববীর রক্ষণাবেক্ষণ-বিষয়ক কর্তৃপক্ষ জানিয়েছে, মুসল্লিদের ইবাদতের জন্য স্বস্তিদায়ক সেবা নিশ্চিত করতে সমন্বিত নেটওয়ার্কের মাধ্যমে সেবা দেওয়া হয়েছে। আগামী মঙ্গলবার (৯ এপ্রিল) শেষ রমজানের আগে মুসল্লিদের উপস্থিতি ক্রমেই বেড়ে চলেছে।
কর্তৃপক্ষ আরও জানিয়েছে, অন্তত ১৬ লাখ ৪৩ হাজার ২৮৮ মানুষ মহানবীর রওজা পরিদর্শন করেছেন। আর একই সময়ে আল রওজা আল-শরিফায় ২ লাখ ৯৬ হাজার ৫৯৫ নারীসহ মোট ৬ লাখ ৫৫ হাজার ২২৭ জন মুসল্লি নামাজ আদায় করেছেন।
কর্তৃপক্ষ আরও জানান, দর্শনার্থীদের এসব পবিত্রস্থান পরিদর্শনে যেন কোনো সমস্য না হয়, তারা সে চেষ্টা চালিয়ে যাবেন।