• আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ |

দুধমুখা স্টার লাইন কাউন্টারে যাত্রী হয়রানীর অভিযোগ

| নিউজ রুম এডিটর ১০:২৯ অপরাহ্ণ | এপ্রিল ১৯, ২০২৪ সারাদেশ

 

মোঃরফিকুল ইসলাম মিঠু দাগনভূঞ।। দাগনভূঞার দুধমুখা বাজারে স্টার লাইন পরিবহন কাউন্টারে ঢাকাগামী যাত্রীদের সাথে কাউন্টার কতৃপক্ষের অসদাচারন ও হয়রানীর অভিযোগ করেন এক ভুক্তভোগী নারী যাত্রী।
ওই ভূক্তভোগীর স্বামী প্রবাসী জাকির হোসেন জানান,গত ১৭ এপ্রিল দুধমুখা বাজারের স্টার লাইন কাউন্টার থেকে ১৮ এপ্রিল ৩.১০ টার বসুরহাট টু ঢাকার আব্দুল্লাহপুরগামী স্টার লাইন পরিবহনের এসি গাড়ির ৪ টি অগ্রীম টিকিট নেন আমার বড় ভাই। টিকিটে দেয়া সময়ানুযায়ী আমার স্ত্রী ও ছোট ছোট ৪ ছেলে যথাসময়ে কাউন্টারে উপস্থিত হন। গাড়ী আসলে কাউন্টার কতৃপক্ষ ঐ গাড়ীর বক্সে জায়গা নেই বলে তাকে ঐ গাড়ীতে উঠতে দেননি। এবং তার সাথে অসদাচরণ করেন। আমার স্ত্রী টিকিটের টাকা ফেরৎ চাইলে তাকে হুমকি ধামকি দেন। এবং জোরপূর্বক তাকে ৩.৪০ টার টিটিপাড়াগামী ননএসি বাসে উঠিয়ে দেন।

ভূক্তভোগী যাত্রী বলেন, আমার স্বামী প্রবাসে থাকে।আমি ঢাকা শহরে নতুন যাচ্ছি। আমার আত্মীয়ের বাসা ঢাকার আব্দুল্লাহপুরে তাই আমি আমার বাসুরকে দিয়ে আব্দুল্লাহপুরের টিকিট নিই। কারন আমার সাথে আমার ছোট ৪ ছেলে ছাড়া অন্যকোন পুরুষ সদস্য নেই। যাতে গাড়ী থেকে নেমে আমি হয়রানীর শিকার না হতে হয়। কিন্তু দুধমুখা কাউন্টারের লোকজন আমার কোন কথা না শুনেই জোর করে আমাকে টিটিপাড়ার গাড়ীতে উঠিয়ে দেয়। আমি টিটিপাড়া এসে চরমভাবে হতাশ হয়ে পড়ি৷

এ হয়রানীর বিষয়ে তিনি স্টার লাইন দুধমুখা কাউন্টারের লোকজনের বিচার দাবী করেন।
এ বিষয়ে স্টার লাইন পরিবহনের পরিচালক মাইন উদ্দিন বলেন, বিষয়টি খতিয়ে দেখা হবে।