• আজ ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

জনদুর্ভোগ হলেও দক্ষিণখানের মানুষের মনে প্রশান্তি

| নিউজ রুম এডিটর ১:২২ অপরাহ্ণ | এপ্রিল ২৬, ২০২৪ ঢাকা, সারাদেশ

মোঃরফিকুল ইসলাম মিঠু উত্তরা ঢাকা।।
মানুষ হাজারও দুঃখ কষ্টের মধ্যে ও মাঝে মাঝে মনে মনে কিছু সুখ অনুভব করে। সেই অবস্থা বিরাজ করছে দক্ষিণখানে বসবাসরত প্রায় ২৫ লক্ষ লোকের মধ্যে।

উত্তরখান ও দক্ষিনখান এলাকায় বসবাসরত জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবে রূপ নিতে চলেছে। সারাবছর জুড়ে পানির নিচে নিমজ্জিত এলাকাবাসীকে মুক্তি দেওয়ার জন্য বর্তমান এমপি আলহাজ্ব  খসরু চৌধুরী দৌড় ঝাঁপ শুরু করেছেন।

ফলশ্রুতিতে মাজার থেকে আজমপুর কাঁচাবাজার পর্যন্ত শুয়ারের লাইন ও রাস্তার কাজ চলমান। কাজটি সার্বিক দায়িত্বে রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার কোরের একটি বিশেষজ্ঞ দল।

লোকমুখে শোনা যায় এমপি সাহেবের সুপারিশে তাড়াতাড়ি কাজসমাপ্ত করার জন্য ১০ জন ককন্ট্রাক্টর নিয়োগ  দেওয়া হয়েছ। কাজ চলছে দ্রুতগতিতে।

খসরু চৌধুরীর পক্ষ থেকে বলা হচ্ছে দীর্ঘদিনের এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য এলাকাবাসীকে সাময়িক অসুবিধা হাসিমুখে মেনে নিতে হবে।

অতীতে কেউ এই সমস্যাগুলো সমাধানে তেমন দৃষ্টিপাত করেননি। অত্র এলাকার প্রত্যেকটি অলিতে গলিতে পাইপ বসিয়ে শুয়ারেজের ব্যবস্থা করা হচ্ছে। যা আগামী ২০ বছরের মধ্যে তেমন কোন সমস্যা হওয়ার কথা নয়। জনসংখ্যার আদিক্যতার কারণে ভবিষ্যতে সমস্যা হলেও যাতে সমাধান করা যায় সহজে। এমন পরিকল্পনাই হাতে নিয়েছেন সরকার। এলাকাবাসীদের সাথে কথা বললে অনেকেই বলেন বর্তমানে যদিও গাড়ি ঘোড়া দিয়ে চলাচল করতে পারছি না। পায়ে হেঁটে চলাচল করতে হচ্ছে তবুও মনের মধ্যে একটা আনন্দ অনুভব করছি। রাস্তাঘাটের উন্নয়ন হচ্ছে এটা ভেবে। তারা আরো বলেন যেই সিএনজি পাম্প এলাকায় সারা বছর পানি লেগে থাকত সেখানে বর্তমানে পানির চিহ্ন পর্যন্ত নেই । সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হচ্ছে কাজের অগ্রগতির জন্য আমাদেরকে এলাকাবাসী সহায়তা করতে হবে। অনেকেই সাময়িক অসুবিধাকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করছেন। এমন প্রশ্নের জবাবে খসরু চৌধুরী বলেন পাছে লোকে কিছু বলে এমন কথায় কান দেওয়া যাবেনা। জনগণ আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন তাদের সেবা করার জন্য। বিবেচ্য বিষয় হলো কতটুকু সেবা করতে পেরেছি তা আগামীতে বুঝতে পারবো। তবু এলাকার কিছু সুশীল নাগরিক মনে করেন যত দ্রুত সম্ভব কাজটা সমাপ্ত করতে পারলে তত তাড়াতাড়ি সুফল ভোগ করা যাবে।

অন্যদিকে রাস্তাঘাটের উন্নয়ন দেখে এলাকায় জায়গা জমির দাম তরতর করে বৃদ্ধি পাচ্ছে।