• আজ ৩১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 মধ্যরাতে চরমোনাই পিরের দরবারে এনসিপির নেতারা | বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু |

উত্তরায় বুলেট’ গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

| নিউজ রুম এডিটর ৭:১২ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০২৪ আইন ও আদালত

মোঃরফিকুল ইসলাম মিঠু উত্তরা ঢাকা।।
উত্তরায় কিশোর গ্যাং ‘বুলেট’ গ্রুপের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নেশাজাতীয় মাদক জব্দ করা হয়।
র্যাব জানান শনিবার (২৭ এপ্রিল)রাতে উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আসিফ (২৩), মো. জাহিদ (২২), মো. রাকিব (২৫), মো. শামীম (৩২), মো. ওয়াক্কাস আলী (২৫), মো. রুবেল (২৬), মো. মিজানুর (২৩) ও মো. নয়ন (১৯)।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি লোহার রড, একটি লোহার পাইপ, দুটি চাকু, একটি হাতুড়ি, একটি স্ক্রু ড্রাইভার, একটি প্লাস, একটি মোবাইল ফোন, ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ১ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জসিম উদ্দিন থেকে দেশীয় অস্ত্র, গাঁজাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই কিশোর গ্যাংয়ের বুলেট গ্রুপের সদস্য।

র‍্যাব কর্মকর্তা মাহফুজ বলেন, গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাং দলনেতা মো. রনি ওরফে বুলেট (২২) গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য। তাদের গ্রুপে আনুমানিক সদস্য ১০-১৫ জন। তিনি বলেন, এরা টাকার বিনিময়ে যেকোনো পক্ষের হয়ে মারামারি, দখলবাজি, পিকেটিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত থাকে বলে স্বীকার করেছে।
এএসপি মাহফুজ বলেন, আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। কিশোর গ্যাং নির্মুলে র‍্যাব-১ এর অভিযান অব্যাহত রয়েছে।