• আজ ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সিরাজদিখানে নারী নির্যাতনের মামলায় দুই ভাইয়ের কারাদন্ড! | টানা ৫ম দিন ডিএসসিসি নগর ভবনের সামনে ইশরাকের সমর্থকরা | তৃতীয় দিনেও অনড় জবি শিক্ষক-শিক্ষার্থীরা, জুমার পর আবারও উত্তাল কাকরাইল | ঢাকায় নিরাপদে অবতরণ করল চাকা খুলে যাওয়া বিমান, রানওয়ে বন্ধ | পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  |

উত্তরায় বুলেট’ গ্রুপের ৮ সদস্য গ্রেপ্তার

| নিউজ রুম এডিটর ৭:১২ অপরাহ্ণ | এপ্রিল ২৮, ২০২৪ আইন ও আদালত

মোঃরফিকুল ইসলাম মিঠু উত্তরা ঢাকা।।
উত্তরায় কিশোর গ্যাং ‘বুলেট’ গ্রুপের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে নেশাজাতীয় মাদক জব্দ করা হয়।
র্যাব জানান শনিবার (২৭ এপ্রিল)রাতে উত্তরার জসিম উদ্দিন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে র‍্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন—মো. আসিফ (২৩), মো. জাহিদ (২২), মো. রাকিব (২৫), মো. শামীম (৩২), মো. ওয়াক্কাস আলী (২৫), মো. রুবেল (২৬), মো. মিজানুর (২৩) ও মো. নয়ন (১৯)।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি লোহার রড, একটি লোহার পাইপ, দুটি চাকু, একটি হাতুড়ি, একটি স্ক্রু ড্রাইভার, একটি প্লাস, একটি মোবাইল ফোন, ১০০ গ্রাম গাঁজা এবং নগদ ১ হাজার ৭০০ টাকা জব্দ করা হয়।

র‍্যাব-১ এর সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মাহফুজুর রহমান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জসিম উদ্দিন থেকে দেশীয় অস্ত্র, গাঁজাসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা সবাই কিশোর গ্যাংয়ের বুলেট গ্রুপের সদস্য।

র‍্যাব কর্মকর্তা মাহফুজ বলেন, গ্রেপ্তারকৃতরা কিশোর গ্যাং দলনেতা মো. রনি ওরফে বুলেট (২২) গ্রুপের অন্যতম সক্রিয় সদস্য। তাদের গ্রুপে আনুমানিক সদস্য ১০-১৫ জন। তিনি বলেন, এরা টাকার বিনিময়ে যেকোনো পক্ষের হয়ে মারামারি, দখলবাজি, পিকেটিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত থাকে বলে স্বীকার করেছে।
এএসপি মাহফুজ বলেন, আটকদের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদকসহ একাধিক মামলা রয়েছে। কিশোর গ্যাং নির্মুলে র‍্যাব-১ এর অভিযান অব্যাহত রয়েছে।