• আজ ১৩ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 বাংলাদেশকে সামরিক সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র | জুলাই আন্দোলনকে একাত্তরের সঙ্গে তুলনা, তোপের মুখে সিভিল সার্জন | সন্দ্বীপের কলঙ্ক থেকে আজ মুক্ত: প্রধান উপদেষ্টা | দুপুরে বিসিবির জরুরি সভা, আসতে পারে কয়েকটি সিদ্ধান্ত | থাইল্যান্ডে ইউনূস-মোদি বৈঠক প্রসঙ্গে যা বললেন জয়শঙ্কর | এক ব্যক্তি বা প্রতিষ্ঠান একাধিক গণমাধ্যমের মালিক হতে পারবে না | প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ | প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ | নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর | অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর |

বয়স ধরে রাখার ৮ টিপস

| নিউজ রুম এডিটর ৯:৪৪ পূর্বাহ্ণ | জুন ৭, ২০২৪ লাইফ স্টাইল

 

অনেক কিছুই আমাদের ত্বকের বয়স বাড়ায়। কিছু বিষয়ে আমরা কিছুই করতে পারি না, আবার কিছু বিষয়কে প্রভাবিত করতে পারি। সময়ের সাথে সাথে আমাদের সবারই ত্বকে বয়সের ছাপ পড়ে। কিন্তু আজকাল নির্দিষ্ট সময়ের আগেই ত্বকে বলিরেখা পড়তে শুরু করে। আমাদের পরিবেশ এবং জীবনযাত্রার কারণে আমাদের ত্বকের অকালে বয়স হতে পারে। কিছু প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণ করে এই ধরনের বার্ধক্যজনিত প্রভাবগুলোকে ধীর করতে পারি আমরা। জেনে নিন টিপস।

১ ত্বককে রোদ থেকে রক্ষা করুন। এটা খুব জরুরি। সমুদ্র বা রোদ বেশি এমন স্থানে যাওয়ার আগে লম্বা হাঁটার পোশাক পরুন। ইউভি সুরক্ষাসহ সানগ্লাস এবং সানস্ক্রিন ব্যবহার করুন। শরীরের অনাবৃত অংশে প্রতিদিন সানস্ক্রিন লাগাতে হবে।

২ ধূমপান খুব দ্রুত ত্বকের বয়স বাড়ায়। এটি বলিরেখা সৃষ্টি করে এবং ত্বককে নিস্তেজ করে দেয়। তাই ধূমপানের অভ্যাস থাকলে সেটি ত্যাগ করুন।

৩ টানটান ত্বকের জন্য স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের বিকল্প নেই। সুষম খাবার খান। কিছু গবেষণার ফলাফল থেকে জানা যায় যে প্রচুর তাজা ফল এবং শাকসবজি খাওয়া ত্বকের ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করতে পারে। অতিরিক্ত চিনি খাওয়া বা অন্যান্য পরিশোধিত কার্বোহাইড্রেটযুক্ত খাবার ত্বকের বার্ধক্যকে ত্বরান্বিত করতে পারে।

৪ সপ্তাহের বেশিরভাগ দিন ব্যায়াম করুন।
কয়েকটি গবেষণার ফলাফল থেকে জানা যায় যে, পরিমিত ব্যায়াম রক্তসঞ্চালন উন্নত করতে পারে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে। এটি ত্বককে আরও তারুণ্যদীপ্ত করে।

৫ আলতো করে ত্বক পরিষ্কার করুন।
অতিরিক্ত ঘষাঘষি বা স্ক্রাবিং করবেন না। এতে ত্বক ক্ষতিগ্রস্ত হয়।

৬ দিনে দুবার এবং প্রচুর ঘাম হলে অবশ্যই ত্বক ধুয়ে ফেলুন।

৭ প্রতিদিন ফেসিয়াল ময়েশ্চারাইজার লাগান। ময়েশ্চারাইজার আমাদের ত্বকে পানি আটকে রাখে, যা ত্বককে বলিরেখা থেকে রক্ষা করে।

৮ অতিরিক্ত স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করবেন না। এগুলোতে থাকা রাসায়নিক ত্বকের জন্য ক্ষতিকর।

তথ্যসূত্র: আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলোজি অ্যাসোসিয়েশন