• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? |

নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহীনুর মিয়া গ্রেপ্তার

| নিউজ রুম এডিটর ৭:১৯ অপরাহ্ণ | অক্টোবর ২১, ২০২৪ আইন ও আদালত

 

মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহীনুর মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

রোববার উত্তরা ৪ নম্বর সেক্টর থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-১।

এ বিষয়ে র‍্যাব-১ এর সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মুহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে উত্তরা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের অভিযোগে করা মামলার আসামি নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ শাহীনুর মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি বলেন, ‘সাবেক অধ্যক্ষ শাহীনুর মিয়ার বিরুদ্ধে গত ১৮ই জুলাই এক ছাত্রকে হত্যার অভিযোগ রয়েছে। উত্তরা পূর্ব থানায় গত ৩ সেপ্টেম্বর একটি হত্যা মামলা হয়েছে।’

মেজর আহনাফ বলেন, ‘ওই মামলার এজাহারে বলা হয়েছে, শাহীনুর মিয়া হামলাকারীদের নির্দেশ দাতার ভূমিকা পালনকরে ছিলেন। আবার হামলাকারীদের হামলায় যখন শিক্ষার্থীরা আহত হয়ে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে আশ্রয়ের জন্য ঢুকতে চেয়েছিল, তখন শাহীনুর মিয়া শিক্ষার্থীদের ঢুকতে দেননি বলে অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক নওয়াব হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজের স্কুল এন্ড কলেজের একাধিক শিক্ষক-শিক্ষিকারা জানান। সাবেক অধ্যক্ষ শাহিনুর মিয়ার অত্যাচারে তারা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। এছাড়াও বিদ্যালয়ের অনেক টাকা আত্মসাধ করেছেন বলে একাধিকবার তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলে ও দৈব শক্তির মাধ্যমে তিনি আবার পুনরায় বহাল হতেন। শুধু তাই নয় তার দৃষ্টিভঙ্গি তেমন ভালো ছিল না বলে কলের শাখার অনেক ছাত্রীরা অভিযোগ করেন।