• আজ ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

নিখোঁজের ৫দিন পর কবিরাজের অর্ধগলিত মরদেহ উদ্ধার

| নিউজ রুম এডিটর ৭:২৩ অপরাহ্ণ | অক্টোবর ২১, ২০২৪ সারাদেশ

 

রাকিবুল আওয়াল পাপুলঃ শেরপুর জেলা প্রতিনিধি,
শেরপুর জেলার সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের মধ্য সাতপাকিয়া গ্রামে ২১ অক্টোবর সোমবার সকাল ৯টার দিকে ব্রহ্মপুত্র নদের তীরে বস্তায় মাটিচাপা দিয়ে রাখা এরশাদ মিয়া (৪০) নামে এক কবিরাজের গলিত লাশ পাঁচদিন পর উদ্ধার করেছে শেরপুর সদর থানার পুলিশ।

কবিরাজ এরশাদ মিয়া শেরপুর সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের কাজিরচর গ্রামের জনৈক হাক্কু শেখের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, সদর উপজেলার কাজিরচর গ্রামের বাসিন্দা এরশাদ মিয়া পেশায় একজন কবিরাজ ছিল। গত ১৭ অক্টোবর সে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেনি। এদিকে বাড়ির লোকজন এরশাদ মিয়ার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগ করে তা বন্ধ পান। পরে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে অবশেষে ১৯ অক্টোবর পরিবারের পক্ষ থেকে সদর থানায় একটি জিডি করা হয়। সোমবার সকালে সাতপাকিয়া গ্রামের মানুষ ব্রহ্মপুত্র নদে মাছ শিকার করতে যায়। এসময় নদের পারে মাটি চাপা দেয়া একটি বস্তা থেকে দুগন্ধ ছড়াচ্ছে এবং ওই বস্তার কাছে গিয়ে দেখে মানুষের মাথা। পরে সদর থানায় খবর দেয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এরশাদ মিয়া কবিরাজের লাশ উদ্ধার করে সূরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

পুলিশ ধারণা করে দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করে ওই স্থানে মাটি চাপা দিয়ে রেখে গেছে। এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম জানান, এরশাদ মিয়া হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত রেখেছেন।