• আজ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা চেষ্টার মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার

| নিউজ রুম এডিটর ৭:৪৫ অপরাহ্ণ | অক্টোবর ২৬, ২০২৪ আইন ও আদালত

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীরদের বিক্ষোভ মিছিলে হামলা এবং গুলি চালিয়ে আহত করা ও হত্যাচেষ্টার ঘটনার মামলায় শেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শরাফত আলী (৪৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪।

শুক্রবার (২৫ অক্টোবর) রাতে জেলা শহরের মোবারকপুর মহল্লা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। র‍্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতারকৃত শরাফত আলী মোবারকপুর মহল্লার মৃত মোকসেদ আলী মাতবরের ছেলে।

র‍্যাব জানায়, ৪ আগস্ট শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর এলোপাথারী গুলি করে। এতে শিক্ষার্থী সজিব মিয়া গুলিবিদ্ধ হয় এবং গুরুতর আহত হয়। এ ঘটনায় আহতের পরিবারের পক্ষ হতে শেরপুর সদর থানায় মামলা করা হয়। শুক্রবার সন্ধ্যায় মোবারকপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্য এবং প্রযুক্তির সহায়তায় অভিযানে মামলার আসামী মোঃ শরাফত আলীকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত শরাফত আলীকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তিনি বলেন, অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র‍্যাব। এ অভিযান অব্যহত থাকবে।