• আজ ২৬শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ |

সৌদি প্রবাসী হত্যাকান্ডে আরো তিন আসামি গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৪:১৭ অপরাহ্ণ | নভেম্বর ১০, ২০২৪ আইন ও আদালত

বিশেষ প্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুরে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহান হত্যাকান্ডে আরো তিন আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বাংলাদেশ (র‌্যাব)।

গ্রেফতারকৃত আসামিরা হল, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামের মৃত ইমান উদ্দিনের ছেলে দিদার আলী, একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে জাহিদ , মৃত সাহাব উদ্দিনের ছেলে বাবুল মিয়া।
শনিবার রাতে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার (সহকারি পুলিশ সুপার) মো: মশিউর রহমান সোহেল ও র‌্যাব-১৪ ময়মনসিংহ’র দায়িত্বশীল অফিসার এ তথ্য গণমাধ্যকে নিশ্চিত করেন।

র‌্যাবের মিডিয়া অফিসার আরো জানান, র‌্যাব-৯ সিলেটের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম ও র‌্যাব-১৪ ময়মনসিংহের সিপিএসসি স্পেশাল টিম) যৌথ অভিযান চালিয়ে ময়মনসিংহের সীমান্ত উপজেলা ধোবাউড়ার মুন্সিরহার এলাকায় আত্মগোপনে থাকা সোহান হত্যা মামলার পলাতক আসামি দিদার, জাহিদ, বাবুলকে শুক্রবার দিবাগত রাতে গ্রেফতার করে।

গ্রেফতারের পরদিন শনিবার তাদেরকে সুনামগঞ্জের জগন্নাথপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এর পুর্বে ওই মামলার প্রধান আসামি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লতিবপুর গ্রামের লিলফর মিয়ার ছেলে হাবিবুর রহমানকেও গ্রেফতার করে র‌্যাব-৯ সিলেটের শায়েস্তাগঞ্জ ক্যাম্পের টিম।

এ নিয়ে প্রবাসী হত্যাতান্ডের ঘটনায় চার আসামিকে গ্রেফতার করে র‌্যাব।

প্রসঙ্গত,গত ২৮ অক্টোবর সন্ধ্যায় একদল সংঘবদ্ধ মাদকসেবী সুনামগঞ্জের জগন্নাথপুরের ইনাতগঞ্জ বাজারে সৌদি প্রবাসী মোজাহিদুল ইসলাম সোহানকে ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়। ওই হত্যাকান্ডের ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে সোহানসহ আরো একাধিক ব্যক্তিকে অভিযুক্ত করে গত ২ নভেম্বর জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।