• আজ ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ৫ আগস্টের আগের তত্ত্বে বিচার চলবে না: অ্যাটর্নি জেনারেল | ঢাকাসহ ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস | নতুন দলে সব পক্ষের মন জোগাতে শীর্ষ পদের সংখ্যা বাড়ছে, চলতি সপ্তাহে আত্মপ্রকাশ | রোজা ১ মার্চ হলে ৩৩ বছর পর ঘটতে পারে ‘বিরল’ যে ঘটনা | ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা | মোহাম্মদপুরে যৌথবাহিনীর সঙ্গে গোলাগুলি, নিহত ২ | শুনানিতে বেশি কিছু বলার দরকার নেই: আইনজীবীকে পলক | আপাতত আ. লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই: আসিফ | উত্তরায় দম্পতিকে কোপানোর ঘটনায় পুরো চক্র গ্রেপ্তার | শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ২০ এপ্রিলের মধ্যে দাখিলের নির্দেশ |

সিরাজদিখানে ফসলি জমি নষ্ট করে চলছে বালু ভরাটের মহোৎসব!

| নিউজ রুম এডিটর ১১:৫৬ পূর্বাহ্ণ | নভেম্বর ২৯, ২০২৪ মুন্সীগঞ্জ

 

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সীগঞ্জ সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের বরাম এলাকায় তিন ফসলি জমিতে বালু ভরাটের অভিযোগ ওঠেছে। এলাকার মুকুল দেওয়ান, জসিম শেখ ও রিপন কারিকর তিন ফসলি জমি নষ্ট করে চলছে বালু ভরাট করার মূল হোতা। তারা জানান, ফসলি জমি নষ্ট হলেও তারা কোনো অপরাধ করেননি। সরেজমিন গিয়ে দেখা গেছে, উপজেলার শেখরনগর ইউনিয়নের বরাম গ্রামের জয়নাল মিয়ার বাড়ির পাশে অবৈধ ড্রেসার বসিয়ে দিয়ে চলছে কৃষি জমিতে মাটি ভরাটের কাজ। আর এ কাজের দেখভাল করছেন ওই গ্রামের মুকুল দেওয়ান, জসিম শেখ ও রিপন কারিকর সহ বেশ কিছু লোকজন।

স্থানীয়রা অভিযোগে করে বলেন, মুকুল দেওয়ান, জসিম শেখ ও রিপন কারিকর ভূমি অফিস ও ইউনিযনের দুই ইউপি সদস্যকে মাসোয়ারা দিয়েই চালাচ্ছে ড্রেসার যে কারণে কৃষকরা তাদের জমি বিক্রি করতে বাধ্য হচ্ছেন। অতি সহজে তারা এসব তিন ফসলি জমি ভরাট করে তাদের বাড়ি তৈরী করবে। ফলে স্থানীয় কৃষি জমি হ্রাস পেয়ে ফসল উৎপাদন কমে গেছে। স্থানীয় বাসিন্দা রফিক অভিযোগে করে বলেন, আমি জমি নিয়ে ভূমি অফিসে অবিযোগ করলেও আমার প্রতিপক্ষের কাছ থেকে বিরোধপূর্ণ জমিতে বাল ভরাটের কাজ করছেন তারা। অপর দিকে, বালু ভরাটের জন্য লোকজন এলাকার মানুষকে বিভিন্নভাবে হয়রানি করছে।

 

এ নিয়ে একাধিকবার বিচার সালিস হয়েছে। মুকুল দেওয়ান মোবাইল ফোনে জানান কৃষি বা ফসলি জমি ভরাট করা যাবে না এমন আইন আমার জানা নেই। তবে এলাকার মানুষকে হয়রানির বিষয় অস্বীকার করেন তিনি। শেখরনগর ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক খোকন বলেন,কারা এ ড্রেসার চায় আমি তা জানি না। খোজ নিতে হবে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার শাহীনা আক্তার বলেন, ফসলি জমি ভরাট করে থাকলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।