• আজ ২৮শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 ১০ বছর পর ইসরাইলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি যুবক | এলজিইডির নির্বাহী প্রকৌশলীর নিকট প্রশ্ন কোথায় বসে টাকার হিসাব করছেন?–স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা | এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ | যুদ্ধে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের আশ্রয় দিতে প্রস্তুত ইন্দোনেশিয়া | বাংলাদেশের ট্রানজিট সুবিধা বাতিল নিয়ে যা বললো ভারত | ড. ইউনূসের সঙ্গে বিএনপির বৈঠক ১৬ এপ্রিল | যুক্তরাজ্যের বাণিজ্যদূতকে নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ড. ইউনূস | সিলেটে লুটের জুতা বিক্রি করতে অনলাইনে বিজ্ঞাপন, আটক ১৭ | বাটা ও কেএফসিতে লুটপাট: সারা দেশে আটক ৪৯ | গাজার চারপাশে এবার ‘কিল জোন’ বানাচ্ছে ইসরাইল! |

সিরাজদিখানে ব্যক্তি অনুদানে স্থাপিত নলকূপে উপকার ভোগী হাজারো মানুষ!

| নিউজ রুম এডিটর ১০:১৯ অপরাহ্ণ | ডিসেম্বর ২১, ২০২৪ মুন্সীগঞ্জ, সারাদেশ

 

সিরাজদিখান প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের সিরাজদিখানে সমাজিক সংগঠন মা বাবার দোয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি পান কবিরাজ মোঃ শাহ জালালের দেওয়া ব্যক্তি অনুদানে স্থাপন করা নলকূপে উপকার ভোগ করছেন উপজেলার কয়েক হাজার মানুষ।

আর্থিক অস্বচ্ছলতার কারণে আর্সেনিক মুক্ত গভীর নলকূপ স্থাপন করতে না পারা সুবিধাবঞ্চিত ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানসহ জনসাধারণের চলাচলের জনপদ সমূহে রশুনিয়া ইউনিয়নের পূর্ব রশুনিয়া গ্রামের বাসিন্দা শাহ জালাল এ পর্যন্ত ২৬৩ টি নলকূপ বিনামূল্যে স্থাপন করেছেন। শুধু নিজ ইউনিয়নেই নয় শাহ জালালের ব্যক্তি অনুদানে উপজেলার ইছাপুরা, জৈনসার, বাসাইল, কেয়াইন, শ্রীনগর উপজেলার আলমপুর ও ষোলঘরসহ মুন্সীগঞ্জের জেলার সীমানা পেরিয়ে শেরপুরেও আর্সেনিক মূক্ত নলকূপ স্থাপন করা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, মা বাবার দোয়া ফাউন্ডেশনের সভাপতি মোঃ শাহ জালাল সামাজিক দায়বদ্ধতা ও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাড়ানোর মহৎ উদ্দেশ্যকে বাস্তবে রূপ দিতে নিজস্ব অর্থায়নে সিরাজদিখান উপজেলায় ২৬৩ টি নলকূপ স্থাপন করেছেন। এছাড়া উপজেলার ইছাপুরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ১৪টি, জৈনসার ইউনিয়নের ভবানীপুরে ৩ টি, বাসাইল ইউনিয়নে ৩টি, কেয়াইন ইউনিয়নের কোটগাওয়ে ৬ টিসহ শ্রীনগর উপজেলার আলমপুরে ৬টি, ষোলঘরে ১৩টি ও শেরপুর জেলা ও উপজেলার বিভিন্ন এলাকায় ১৪টি নলকূপ স্থাপন করেন। এছাড়া পান কবিরাজ মোঃ শাহ জালাল স্থানীয় সুবিধাবঞ্চিত, হতদরিদ্র পরিবারসহ সামাজিক ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনুদান প্রদান করে আসছেন।

সৎ কর্মের প্রশংসা ও অসৎ কর্মের সমালোচনা করাকে একজন মানুষের নৈতিক দায়িত্ব বলে সুশীল সমাজের সচেতন নাগরিক মনে করেন। সে হিসেবে পান কবিরাজ শাহ জালালের সৎ কর্ম প্রশংসার দাবীদার।

এ ব্যাপারে মা বাবা দোয়া ফাউন্ডেশনের সভাপতি পান কবিরাজ মোঃ শাহ জালাল বলেন, মানুষ মানুষের জন্য। আমিও একজন মানুষ। একজন মানুষ হিসেবে মানুষের জন্য কিছু করতে পারাটা অত্যান্ত আনন্দের ও গর্বের। ভবিষ্যতেও যেন মানুষের জন্য কাজ করে যেতে পারেন সে জন্য তিনি সকলের নিকট দোয়া কামনা করেন।