• আজ ২৩শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ |

সড়ক দূর্ঘটনায় ৬ জন মৃত্যুর ঘটনায় জড়িত ড্রাইভার সুমন গ্রেপ্তার 

| নিউজ রুম এডিটর ৫:৫৬ অপরাহ্ণ | ডিসেম্বর ৩১, ২০২৪ আইন ও আদালত

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর সদরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৬ জন মৃত্যুর ঘটনায় ঘাতক বাস চালক মোঃ সুমন (৩৪)কে রাজধানী ঢাকার উত্তর পূর্ব থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এবং র‍্যাব-০১, সিপিসি-২, উত্তরা, ঢাকা।

ড্রাইভার সুমনকে ৩০ ডিসেম্বর রাতে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এবং র‍্যাব-০১, সিপিসি-২, উত্তরা, ঢাকা যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত বাস চালক সুমন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দিঘীরচর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

আজ ৩১ ডিসেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ নাজমুল ইসলাম।

র‍্যাব জানায়, গত ২৯ ডিসেম্বর দুপুর পৌনে বারোটার সময়  শেরপুর জেলার সদরে ভাতশালা জোড়া পাম্পের নিকট শেরপুর-ঢাকা মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজি চালকের মৃত্যু হয়। কিন্তি ঘটনা ঘটার সাথে সাথে দ্রুত পালিয়ে যায় ঘাতক ঢাকাগামী (রিফাত পরিবহন) নামক বাস (রেজি নং- ঢাকা মেট্টো- ব-১৩-২৫৫২) এর চালক ও হেল্পাররা। পরে এ ঘটনায় নিহত সিএনজি চালক লোকমান হোসেনের ছেলে মোঃ জিহাদ মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় এজাহার দায়ের করে।

ঘটনার পর র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে। এরই প্রেক্ষিতে, র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ও র‍্যাব-১, সিপিসি-২, উত্তরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল ৩০ ডিসেম্বর রাত সাড়ে সাতটার সময় রাজধানী ঢাকার (ডিএমপি) উত্তর পূর্ব থানাধীন ০৮নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে ঘাতক বাস চালক আসামী মোঃ সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামী সুমনকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।