• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

সড়ক দূর্ঘটনায় ৬ জন মৃত্যুর ঘটনায় জড়িত ড্রাইভার সুমন গ্রেপ্তার 

| নিউজ রুম এডিটর ৫:৫৬ অপরাহ্ণ | ডিসেম্বর ৩১, ২০২৪ আইন ও আদালত

 

রাকিবুল আওয়াল পাপুল, শেরপুর জেলা প্রতিনিধিঃ
শেরপুর সদরে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৬ জন মৃত্যুর ঘটনায় ঘাতক বাস চালক মোঃ সুমন (৩৪)কে রাজধানী ঢাকার উত্তর পূর্ব থানা এলাকা হতে গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এবং র‍্যাব-০১, সিপিসি-২, উত্তরা, ঢাকা।

ড্রাইভার সুমনকে ৩০ ডিসেম্বর রাতে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এবং র‍্যাব-০১, সিপিসি-২, উত্তরা, ঢাকা যৌথভাবে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত বাস চালক সুমন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার দিঘীরচর গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

আজ ৩১ ডিসেম্বর দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ নাজমুল ইসলাম।

র‍্যাব জানায়, গত ২৯ ডিসেম্বর দুপুর পৌনে বারোটার সময়  শেরপুর জেলার সদরে ভাতশালা জোড়া পাম্পের নিকট শেরপুর-ঢাকা মহাসড়কে সিএনজি ও বাসের মুখোমুখি সংঘর্ষে মর্মান্তিকভাবে ৬ জনের মৃত্যু হয়। এ ঘটনায় সিএনজি চালকের মৃত্যু হয়। কিন্তি ঘটনা ঘটার সাথে সাথে দ্রুত পালিয়ে যায় ঘাতক ঢাকাগামী (রিফাত পরিবহন) নামক বাস (রেজি নং- ঢাকা মেট্টো- ব-১৩-২৫৫২) এর চালক ও হেল্পাররা। পরে এ ঘটনায় নিহত সিএনজি চালক লোকমান হোসেনের ছেলে মোঃ জিহাদ মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় এজাহার দায়ের করে।

ঘটনার পর র‍্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্প ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে। এরই প্রেক্ষিতে, র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প ও র‍্যাব-১, সিপিসি-২, উত্তরা ক্যাম্পের যৌথ আভিযানিক দল ৩০ ডিসেম্বর রাত সাড়ে সাতটার সময় রাজধানী ঢাকার (ডিএমপি) উত্তর পূর্ব থানাধীন ০৮নং সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে ঘাতক বাস চালক আসামী মোঃ সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর কোম্পানির কোম্পানি কমান্ডার মেজর মো. আব্দুর রাজ্জাক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আসামী সুমনকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।