• আজ ৩০শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 এ বছরের মাঝামাঝি নির্বাচন চায় বিএনপি | হাসনাত আব্দুল্লাহর হুঁশিয়ারি | দেশে এইচএমপিভি নিয়ন্ত্রণে বিমানবন্দরে বিশেষ নির্দেশনা | বাংলাদেশ-পাকিস্তান সরাসরি ফ্লাইট চালুর ঘোষণা | নিয়ম অ – নিয়মের মধ্য দিয়ে চলছে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল | প্রধান ফটকে তালা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউন ঘোষণা | ভারতীয় হাইকমিশনারকে তলব | ভারত বেড়া নির্মাণ বন্ধে বাধ্য হয়েছে বিজিবির শক্ত অবস্থানে: স্বরাষ্ট্র উপদেষ্টা | গুচ্ছ থেকে বের হয়ে স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় একাত্মতা কুবি শিক্ষকদের | গণহত্যার দায়ে কনস্টেবল সুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ |

বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে নিহত ১

| নিউজ রুম এডিটর ৩:৪১ অপরাহ্ণ | জানুয়ারি ১২, ২০২৫ বিএনপি, রাজনীতি

কিশোরগঞ্জের তাড়াইলে উপজেলা বিএনপির কাউন্সিলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও পাঁচ নেতাকর্মী।

রোববার বেলা ১১টার দিকে উপজেলার ওই ইউনিয়নের বানাইল বাজারে এ ঘটনা ঘটে। তাড়াইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সোহেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার রাউতি ইউনিয়ন বিএনপির সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন করা হয়। সভাপতি নির্বাচিত হন গিয়াসউদ্দিন। কিন্তু ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এ কমিটি মেনে না নিলে দুপক্ষের মধ্যে বিরোধ থেকে তর্কাতর্কির ঘটনা ঘটে।

এ ঘটনার জের ধরে রোববার বেলা ১১টার দিকে দুই পক্ষের লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। এতে গুরুতর আহত হন ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতনসহ পাঁচ নেতাকর্মী।

আহতদের উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক রতনকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজাহারুল ইসলাম বলেছেন, এ ঘটনা অনাকাঙ্খিত। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দৃষ্টামূলক শাস্তি দাবি করছি।

তাড়াইল থানার ওসি সোহেল মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য নিহতের লাশ কিশোরগঞ্জ শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে