• আজ ২২শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  | শুধু ক্ষমতা পরিবর্তনের জন্য জুলাই আন্দোলন হয়নি: নাহিদ ইসলাম | কুমিল্লায় ধর্ষণের শিকার নারীকে নিরাপত্তা ও চিকিৎসার নির্দেশ | প্রধানমন্ত্রীর ১০ বছরের মেয়াদে বিএনপি একমত- সালাহউদ্দিন আহমেদ | মধ্যপ্রাচ্যে চার দেশের আকাশসীমা বন্ধ, ঢাকা থেকে সব ফ্লাইট বাতিল  | ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলায় বিপর্যস্ত ইসরাইল, নিহত ৩ | সেনাবাহিনীর সাথে সন্ত্রাসীদের গোলাগুলিতে এক জন নিহত | সিলেটে প্রাইভেটকারে তুলে নিয়ে গিয়ে এক নারী গৃহ পরিচারিকাকে ধর্ষণ | ‘ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের অনেককে আনন্দিত করেছে’ |

সিলেটের আম্বরখানায় ‘আলী বাবা-নুরানী’ আবাসিক হোটেল থেকে চার নারী পুরুষ গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১০:৩৮ অপরাহ্ণ | জানুয়ারি ২২, ২০২৫ সারাদেশ, সিলেট

সিলেট: সিলেট মহনগরীতে আলী বাবা-নুরানী আবাসিক হোটেল থেকে চার নারী পুরুষকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার মামলা দায়ের পুর্বক তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতারতৃকরা হল, সিলেটের এয়ারপোর্ট থানার পীরের গাঁও গ্রামের আব্দুল কালিকের ছেলে ফয়ছল আহমদ, সুনামগঞ্জের জগন্নাথপুর থানার কুসারায় গ্রামের কাপ্তান মিয়ার ছেলে ওয়াহিদুল হাসান, একই জেলার তাহিরপুর থানার উওর বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী লাউরগড় (মোকাম এলাকার) মৃত আব্দুল করিমের মেয়ে শাপলা বেগম, কুমিল্লা জেলার বড়–রা থানার লগ্নসার গ্রামের আবিদ আলীর মেয়ে শাহীনা আক্তার।

সোমবার এসএমপির মিঢিযা সেল জানায়, এসএমপির এয়ারপোর্ট থানা ও আমরখানা পুলিশ ফাঁড়ির  টহলদল রবিবার দিবাগত রাতে আম্বরখানা পয়েন্টে অবস্থিত আবাসিক হোটেল আলী বাবা ও নুরানীতে অভিযান চালায়। হোটেল দুটিতে দুটি পৃথক কক্ষে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ওই চার নারী পুরুষকে গ্রেফতার করা হয়।