• আজ ২৯শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 মিটারের বেশি ভাড়া নিলে সিএনজি চালককে ৫০ হাজার টাকা জরিমানা | বইমেলায় বিশৃঙ্খলায় জড়িতদের বিচারের আওতায় আনার নির্দেশ’ | শাহবাগে আন্দোলনকারী শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জ-সাউন্ড গ্রেনড | যুক্তরাজ্যে টিউলিপের তহবিল জব্দে কাজ করছে দুদক | আবারও শুরু হচ্ছে টিসিবির ট্রাকসেল, মিলবে যেসব পণ্য | অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেফতার ১ হাজার ৩০৮ | বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল ভিজিট ভিসা স্থগিত করলো সৌদি আরব | ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি | ব্যাংক ঋণের সুদহার ও বিদ্যুৎ বিল কমানোর দাবি | তিনবার মামলা হলে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না |

ঢাকা প্যালেস আবাসিক হোটেল থেকে সিলেটে নারীসহ ৭ জন গ্রেফতার

| নিউজ রুম এডিটর ১০:৫৮ অপরাহ্ণ | জানুয়ারি ২২, ২০২৫ সারাদেশ
সিলেট: ঢাকা প্যালেস আবাসিক হোটেলে থেকে সিলেটে নারী সহ ৭ জন গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার মামলা দায়ের পূর্বক এসএমপির দক্ষিণ সুরমা থানা পুলশ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।
গ্রেফতারকৃতরা হল, সিলেটের শাহপরান (রহ.) থানার দওগ্রামের সেলিম আহমদের ছেলে জিবান আহমদ, একই থানার বেলগ্রামের ইমন চৌধুরীর মেয়ে এনি বেগম, মুরাদপুরের সাহাব উদ্দিনের মেয়ে নিপা আক্তার তানিয়া, গোলাপগঞ্জ থানার বাখরখলা গ্রামের সিরাজ মিয়ার ছেলে শফিকুল ইসলাম পাপ্পুু,বালাগঞ্জ থানার মইশাসি গ্রামের মিজানুর রহমানের মেয়ে মেহের জাবিন নামিয়া, মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার নোয়াগাঁও গ্রামের আজর আলীর ছেলে রুহুল আমিন, ব্রাম্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার টানপাড়া গ্রামের মৃত সুরুজ মিয়ার ছেলে স্বপন মিয়া ( হাটেল ষ্টাফ)।
এসএমপির মিডিয়া সেল জানায় , রবিবার মদ্যরাত পরবর্তী সময়ে এসএমপির দক্ষিন সুরমা থানা পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের পাশে র্থাকা প্যালেস আবাসিক হোটেলে বিশেষ অভিযান চালায়।
ওই অভিযানে হোটেলের বিভিন্ন কক্ষে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় হোটেল ষ্টাফ সহ ৭ নারী পুরুষকে গ্রেফতার করে পুলিশ।