• আজ ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ | মাগুরায় শিশু ধর্ষণ : গভীর রাতে শুনানি, ৪ আসামি রিমান্ডে | গাড়ি চাপায় পোশাক শ্রমিক নিহত বনানী – মহাখালী রাস্তা অবরোধ | আশুলিয়া ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি | এনরোলমেন্ট ফি ৩০০ টাকা করার দাবিতে ইবি আইন  শিক্ষার্থীদের মানববন্ধন | মাদারীপুরে মসজিদে ৩ ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা, গ্রেফতার ৩ | মাগুরায় ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সিএমএইচে স্বরাষ্ট্র উপদেষ্টা | আসিফ নজরুলের মুজিব বন্দনা, সমালোচনার ঝড় |

রামপুরায় স্ত্রীর মৃত্যুর তিন দিন পর মেয়েকে ধর্ষণ, বাবার স্বীকারোক্তি

| নিউজ রুম এডিটর ১:৩১ অপরাহ্ণ | মার্চ ১০, ২০২৫ ঢাকা, সারাদেশ

রাজধানীর রামপুরায় ১৪ বছর বয়সি কিশোরীকে ধর্ষণের মামলায় রিকশাচালক বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি।

শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ২টার দিকে রামপুরা বউবাজার এলাকায় একটি টিনসেড বাসায় এ ঘটনা ঘটে।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই কিশোরীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করায়।

কিশোরীর জবানবন্দির ভিত্তিতে পুলিশ জানিয়েছে, মাস খানেক আগে কিশোরীটির মা মারা যান। মাকে হারানোর তিন দিনের মাথায় তার বাবা তাকে ধর্ষণ করেন। এমনকি তার মা বেঁচে থাকতেও একাধিকার ধর্ষণের শিকার হয় মেয়েটি। সে যে বর্ণনা দিয়েছে তা ভয়াবহ।

রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুর রহমান জানিয়েছেন, রিকশাচালক আনোয়ারুল ইসলাম ভুক্তভোগী কিশোরির বাবা। তিনি মাদকাসক্ত। টিনসেড বাসাটিতে ৩ সন্তানকে নিয়ে থাকেন তিনি। তার স্ত্রী কিছু দিন আগে মারা গেছেন।

এসআই জানান, শনিবার দিবাগত রাতে স্থানীয়রা থানায় খবর দেন, রিকশাচালক বাবা মেয়েটিকে ধর্ষণ করেছেন। পরবর্তীকালে ঘটনাস্থলে গিয়ে জনতার হাত থেকে আনোয়ারুল আটক করে থানায় নিয়ে আসা হয়। আর ওই কিশোরীকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। মামলায় গ্রেফতার দেখিয়ে আনোয়ারুলকে আদালতে পাঠালে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। পরে তাকে কারাগারে পাঠানো হয়।