• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি | হত্যাকান্ড ধামাচাঁপা দিতে ওসির ‘জজ মিয়া’ নাটক | নারী নিপীড়ন ইস্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি | শেখ হাসিনা-রেহানা পরিবারের জমি-ফ্ল্যাট জব্দের আদেশ |

হাতীবান্ধা সীমান্তে ভারতীয় নাগরিক আটক

| নিউজ রুম এডিটর ২:৩২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৫, ২০২২ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ৬ দিনের ব্যবধানে সিঙ্গিমারী সীমান্তে অবৈধ ভাবে অনুপ্রবেশের দায়ে আরও এক ভারতীয় নাগরিক মুকুল মিয়া (৩০) কে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটককৃত মুকুল মিয়া ভারতের কুচবিহারের শীতকুচির গুলনাহাটি এলাকার মোক্তার মিয়ার ।

ছেলে সোমবার ( ১৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার বাড়াইপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছেন ভারতীয় এক নাগরিক। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার বাড়াইপাড়া এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ সিঙ্গিমারী বিওপি ক্যম্পের সদস্যরা ।

পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার সকালে হাতীবান্ধা থানায় মুকুল মিয়াকে সোপর্দ করে বিজিবি। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ও একটি বাংলাদেশি সিম কার্ড জব্দ করা হয়েছে ।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন, অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ভারতীয় নাগরিক মুকুল মিয়াকে আটক করে থানায় মামলা দেন বিজিবি। অনুপ্রবেশের দায়ে একটি মামলা হয়েছে।

প্রসঙ্গত,গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদ এলাকা থেকে আরও এক ভারতীয় নাগরিক রহিম মিয়া (২৮)কে আটক করেন বিজিবির জাওরানী ক্যাম্পের সদস্যরা। এসময় তার কাছ থেকে ১৫০০ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।