• আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক | মাগুরার নোমানী ময়দানে সেই শিশুর জানাজা অনুষ্ঠিত | মাগুরার সেই শিশু ধর্ষণে জড়িতদের দ্রুত বিচারের নির্দেশ প্রধান উপদেষ্টার | মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন মাগুরার সেই আছিয়া | এমবিবিএস ও বিডিএস ডিগ্রি ছাড়া কেউ ডাক্তার লিখতে পারবে না | শাহবাগীদের সতর্ক করে হাসনাত আবদুল্লাহ’র পোস্ট | হাবিবুল্লাহ বাহারের  উপাধ্যক্ষকে কুপিয়ে হত্যা, ফরিদপুর থেকে দম্পতি গ্রেফতার  | গণজাগরণের লাকির গ্রেপ্তারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি |

বিতর্কিত শিক্ষককে কলেজে ঢুকতে দেয়নি শিক্ষার্থীরা

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ রংপুর কারমাইকেল কলেজের বিতর্কিত শিক্ষক আহসান উল ফেরদৌসকে কলেজে ঢুকতে দিলেন না লালমনিরহাট সরকারি কলেজের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১১ মে) বিকেলে লালমনিরহাট সরকারি কলেজে যোগদান করতে এলে মুল ফটকে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি।

শিক্ষার্থীরা জানায়, রংপুরের কারমাইকেল কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক আহসান উল ফেরদৌসের সঙ্গে একই বিভাগের এক ছাত্রীর সঙ্গে আপত্তিকর একটি ভিডিও সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজের মতো একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এমন ঘটনা এবারই প্রথম হওয়ায় বিষয়টি টক অব দ্যা টাউনে পরিণত হয়েছে।

তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন সাবেক ও বর্তমান শিক্ষক ও শিক্ষার্থীসহ রংপুরবাসী। পরে কারমাইকেল কলেজের পরিচালনা পরিষদের অনুমতিতে তাকে লালমনিরহাট সরকারি কলেজে বদলি করা হয়।

বিতর্কিত শিক্ষককের যোগদানের খবর ছড়িয়ে পড়লে প্রচন্ড ক্ষোভে ফেটে পড়ে লালমনিরহাট সরকারী কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকেলে বিতর্কিত লালমনিরহাট সরকারি কলেজে যোগদানের উদ্দেশ্যে আসলে কলেজের সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন বিতর্কিত সেই শিক্ষক। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে লালমনিরহাট সরকারি কলেজের অধ্যক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার সাথে কোন যোগাযোগ করা সম্ভব হয়নি।