• আজ ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না: মির্জা ফখরুল | এখন থেকে আর জাতীয় রাজস্ব বোর্ড নাম থাকবে না: জ্বালানি উপদেষ্টা | একটি পক্ষ সন্ত্রাস ও চাঁদবাজদের লালন করে ক্ষমতায় যেতে চায়: নাহিদ ইসলাম | চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত |

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মালদ্বীপকে পেলো বাংলাদেশ

| নিউজ রুম এডিটর ১২:৩৭ অপরাহ্ণ | জুলাই ২৭, ২০২৩ খেলাধুলা, ফুটবল

‘ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬’ এর এশিয়া অঞ্চলের বাছাইপর্বের প্রথম রাউন্ডে বাংলাদেশ পেয়েছে মালদ্বীপকে। আজ বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়ার কুয়ালামপুরে এএফসি সদরদপ্তরে ড্র অনুষ্ঠিত হয়। ড্রতে মালদ্বীপকে পায় বাংলাদেশ।

আগামী ১২ অক্টোবর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে মালদ্বীপের মাঠে। এরপর ১৭ অক্টোবর ফিরতি লেগে ঘরের মাঠে মালদ্বীপকে আতিথেয়েতা দিবে বাংলাদেশ।

দুই লেগ মিলিয়ে প্রথম রাউন্ডে বাংলাদেশ জয় পেলে পৌঁছে যাবে ৩৬ দলের দ্বিতীয় রাউন্ডে। সেখানে প্রত্যেক গ্রুপে ৪টি করে দল নিয়ে মোট ৯টি গ্রুপ হবে। সেক্ষেত্রে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আরও ৬টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো হবে ১৬ নভেম্বর থেকে ২০২৪ সালের ১১ জুন পর্যন্ত।

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড অবশ্য খারাপ নয়। সবশেষ তিন ম্যাচের দুটিতেই জিতেছে বাংলাদেশ। ২০২১ সালে তাদের ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২০২২ সালের মার্চে প্রীতি ম্যাচে তাদের কাছে লাল-সবুজের জার্সিধারীরা হেরেছিল ২-০ গোলে। তবে সবশেষ গেল মাসে সাফ চ্যাম্পিয়নশিপের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানের দারুণ জয় পেয়েছিল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেই আত্মবিশ্বাস বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দারুণভাবে কাজে দিবে।

১৯৮৪ সাল থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত দ্বীপ রাষ্ট্রটির বিপক্ষে মোট ১৬ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৭টিতে। ড্র ৩টিতে। আর হেরেছে ৬টিতে।