• আজ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 সংসদের আসন বাড়িয়ে ৬০০ করার সুপারিশ | মানবিক বাংলাদেশ গড়ার হাতিয়ার শিক্ষার্থীরা; সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপি নেতা আমিনুল হক | বাংলাদেশকে তাবেদারী রাষ্ট্র হিসাবে মনে করতো ভারত –রুহুল কবির রিজভী | রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক | সুনামগঞ্জের মধ্যনগরে মামলার ভয়ে যুবককের আত্নহত্যা! | যে যাই বলুক, জুনের পরে নির্বাচন যাবে না: আসিফ নজরুল | মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আবদুল্লাহ মারা গেছেন | ফ্যাসিস্টরা নববর্ষকে দলীয় হাতিয়ারে পরিণত করেছিল: নাহিদ | দেশ থেকে অশুভ দূর হয়েছে, যতটুকু আছে তাও চলে যাবে: প্রেস সচিব | ড: ইউনূস পাঁচ বছর ক্ষমতায় থাকবেন কীভাবে, প্রশ্ন মান্নার |

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মালদ্বীপকে পেলো বাংলাদেশ

| নিউজ রুম এডিটর ১২:৩৭ অপরাহ্ণ | জুলাই ২৭, ২০২৩ খেলাধুলা, ফুটবল

‘ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬’ এর এশিয়া অঞ্চলের বাছাইপর্বের প্রথম রাউন্ডে বাংলাদেশ পেয়েছে মালদ্বীপকে। আজ বৃহস্পতিবার দুপুরে মালয়েশিয়ার কুয়ালামপুরে এএফসি সদরদপ্তরে ড্র অনুষ্ঠিত হয়। ড্রতে মালদ্বীপকে পায় বাংলাদেশ।

আগামী ১২ অক্টোবর বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে মালদ্বীপের মাঠে। এরপর ১৭ অক্টোবর ফিরতি লেগে ঘরের মাঠে মালদ্বীপকে আতিথেয়েতা দিবে বাংলাদেশ।

দুই লেগ মিলিয়ে প্রথম রাউন্ডে বাংলাদেশ জয় পেলে পৌঁছে যাবে ৩৬ দলের দ্বিতীয় রাউন্ডে। সেখানে প্রত্যেক গ্রুপে ৪টি করে দল নিয়ে মোট ৯টি গ্রুপ হবে। সেক্ষেত্রে হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে আরও ৬টি ম্যাচ খেলার সুযোগ পাবে বাংলাদেশ। দ্বিতীয় রাউন্ডের ম্যাচগুলো হবে ১৬ নভেম্বর থেকে ২০২৪ সালের ১১ জুন পর্যন্ত।

মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক রেকর্ড অবশ্য খারাপ নয়। সবশেষ তিন ম্যাচের দুটিতেই জিতেছে বাংলাদেশ। ২০২১ সালে তাদের ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। ২০২২ সালের মার্চে প্রীতি ম্যাচে তাদের কাছে লাল-সবুজের জার্সিধারীরা হেরেছিল ২-০ গোলে। তবে সবশেষ গেল মাসে সাফ চ্যাম্পিয়নশিপের বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে পড়েও ৩-১ ব্যবধানের দারুণ জয় পেয়েছিল হাভিয়ের কাবরেরার শিষ্যরা। সেই আত্মবিশ্বাস বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে দারুণভাবে কাজে দিবে।

১৯৮৪ সাল থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত দ্বীপ রাষ্ট্রটির বিপক্ষে মোট ১৬ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে ৭টিতে। ড্র ৩টিতে। আর হেরেছে ৬টিতে।