• আজ ১লা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? |

কালীগঞ্জে ইয়াবাসহ ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৭:০৯ অপরাহ্ণ | আগস্ট ৫, ২০২৩ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল হক নয়ন (৩০) ২৫ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

শনিবার (৫ আগষ্ট) দুপুরে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির সতত্যা নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া সরকারি স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।

কালীগঞ্জ উপজেলা শাখার ছাত্রদল আহ্বায়ক হামিদুল হক নয়ন উপজেলার ভোটমারী ইউনিয়নের আমিনুর রহমানের ছেলে।

পুলিশ জানান, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া সরকারি স্কুলের সামন থেকে হামিদুল হক নয়নকে আটক করে দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবাসহ তাকে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা অপরজন পালিয়ে যান।

এ বিষয়ে লালমনিরহাট জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হুদা লিমন বলেন, বিষয়টি জানা নেই। ঘটনার সঙ্গে জড়িত হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।