• আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 আবারও শুরু হচ্ছে টিসিবির ট্রাকসেল, মিলবে যেসব পণ্য | অপারেশন ডেভিল হান্ট: সারা দেশে গ্রেফতার ১ হাজার ৩০৮ | বাংলাদেশসহ ১৪ দেশের মাল্টিপল ভিজিট ভিসা স্থগিত করলো সৌদি আরব | ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি | ব্যাংক ঋণের সুদহার ও বিদ্যুৎ বিল কমানোর দাবি | তিনবার মামলা হলে ওই গাড়ি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে পারবে না | জেলেনস্কির সঙ্গে আগামী সপ্তাহে দেখা করতে পারেন ট্রাম্প | দিল্লির মসনদে ফিরল বিজেপি, মোদি বললেন সুশাসনের জয় | সাঈদীর দুই ছেলেসহ পিরোজপুরের ৩ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা | গাজীপুরের হামলা পরিকল্পিত, নেপথ্যে সাবেক মেয়র জাহাঙ্গীর |

কালীগঞ্জে ইয়াবাসহ ছাত্রদলের আহ্বায়ক গ্রেফতার

| নিউজ রুম এডিটর ৭:০৯ অপরাহ্ণ | আগস্ট ৫, ২০২৩ লালমনিরহাট, সারাদেশ

আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল হক নয়ন (৩০) ২৫ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন।

শনিবার (৫ আগষ্ট) দুপুরে লালমনিরহাট জেল হাজতে পাঠানো হয়েছে বলে কালীগঞ্জ থানার ওসি ইমতিয়াজ কবির সতত্যা নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া সরকারি স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়।

কালীগঞ্জ উপজেলা শাখার ছাত্রদল আহ্বায়ক হামিদুল হক নয়ন উপজেলার ভোটমারী ইউনিয়নের আমিনুর রহমানের ছেলে।

পুলিশ জানান, কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বালাপাড়া সরকারি স্কুলের সামন থেকে হামিদুল হক নয়নকে আটক করে দেহ তল্লাশি করে ২৫ পিস ইয়াবাসহ তাকে আটক করেন। এ সময় তার সঙ্গে থাকা অপরজন পালিয়ে যান।

এ বিষয়ে লালমনিরহাট জেলা ছাত্রদল সভাপতি নাজমুল হুদা লিমন বলেন, বিষয়টি জানা নেই। ঘটনার সঙ্গে জড়িত হলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।