• আজ ৯ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পুরান ঢাকায় ক্যামিকেল গোডাউনে অগ্নিকাণ্ড

| নিউজ রুম এডিটর ১:২৭ পূর্বাহ্ণ | জানুয়ারি ১, ২০২৪ জাতীয়, বাংলাদেশ, লিড নিউজ

পুরান ঢাকার নাজিরা বাজারে বিউটি লাচ্ছির পার্শ্ববর্তী একটি ক্যামিকেল গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে।

পুরান ঢাকায় ক্যামিকেল গোডাউনে অগ্নিকাণ্ড ঘটেছে।

রোববার (৩১ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি কর্মকর্তা শিহাব সরকার।

তিনি বলেন, সাড়ে ১২টার দিকে একটি ক্যামিকেল গোডাউনে আগুনের খবর পাই। সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন ছড়ানোর আগেই কয়েক মিনিটের মধ্যে নিয়ন্ত্রণে আসে।