

বিপিএলে প্লে অফের ম্যাচে ফরচুন বরিশালের হয়ে মাঠে নামবে ডেভিড মিলার। এই অপেক্ষায় রয়েছেন ভক্তরাও। গুরুত্বপূর্ণ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে তামিম ইকবাল বাহিনী।
সোমবার (২৬ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলের এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। ম্যাচটিতে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বরিশাল দলপতি তামিম ইকবাল।
এই ম্যাচের জয়ী দল খেলবে কোয়ালিফায়ার-২ এর ম্যাচে। আর হেরে যাওয়া দলকে বাদ পড়তে হবে এবারের বিপিএল থেকে। এবার পয়েন্ট টেবিলের তিন থেকে শেষ চারে ওঠে বরিশাল। আর চট্টগ্রাম ছিল চারে। বরিশাল-চট্টগ্রামের জয়ী দলের বিপক্ষে ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় মাঠে নামবে রংপুর-কুমিল্লার হেরে যাওয়া দল।
ফরচুন বরিশালের একাদশ
তামিম ইকবাল, ডেভিড মিলার, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, জেমস ফুলার, কাইল মায়ার্স, তাইজুল ইসলাম, ওবেদ ম্যাককয় ও সাইফউদ্দিন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের একাদশ
তানজিদ হাসান তামিম, জশ ব্রাউন, টম ব্রুস, শুভাগত হোম, শৈকত আলী, ইমরানুজ্জামান, রোমারিও শেফার্ড, নাহিদুজ্জামান, আল-আমিন হোসেন, বিলাল খান ও সালাউদ্দিন সাকিল।