• আজ ২৯শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 নির্বাচনকালীন সরকারে থাকছেন না আসিফ মাহমুদ | যুক্তরাষ্ট্র যাচ্ছেন মোদি, ট্রাম্পের সঙ্গে বৈঠকে জোর চেষ্টা | ভোলাগঞ্জের সাদা পাথর কোথায় গেল? | ‘আজকাল মানুষ অন্যায়ের প্রতিরোধ না করে ভিডিও করতে ব্যস্ত থাকে’ | সাংবাদিক তুহিন হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা | ‘জিরো ট্যাক্স রিটার্ন’ দাখিল আইনত দণ্ডনীয়, এনবিআরের সতর্কতা | নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার নতুন নির্দেশনা | সাংবাদিক হত্যায় সিসিটিভির ফুটেজ দেখে স্বামী-স্ত্রীসহ গ্রেফতার ৫ | হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হলো: ঢাবি উপাচার্য   | চব্বিশের গণঅভ্যুত্থানে শুধুমাত্র রাজধানীতেই গ্রেফতার ৫ হাজার! |

কোর্টে মেসি পরিবারসহ উপস্থিত থাকায় নার্ভাস ছিলেন কিংবদন্তি জকোভিচ

| নিউজ রুম এডিটর ৩:৫৪ অপরাহ্ণ | মার্চ ২৯, ২০২৫ খেলাধুলা

এটা টেনিসের কোনো গ্র্যান্ড স্লামের সময় নয়, এখন চলছে মায়ামি ওপেন। সেই মায়ামি, যেই শহরের ক্লাব ইন্টার মায়ামিতে লিওনেল মেসি খেলছেন। আজ পরিবারসহ এই প্রতিযোগিতা উপভোগ করতে গিয়েছিলেন মেসি, খেলা দেখেছেন টেনিসের কিংবদন্তি নোভাক জকোভিচের।

জকোভিচ আজ সেমিফাইনালে হারিয়েছেন বুলগেরিয়ার গ্রেগর দিমিত্রভকে। জয়টা খুব সহজেই মিলেছে, ৬-২ ও ৬-৩ সেটে। সহজ এই জয়ের পথেও নার্ভাস ছিলেন সার্বিয়ান তারকা, কারণ খেলা দেখছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর।

জকোভিচ টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লামের মালিক, কোর্ট নামলেই রেকর্ডের ছড়াছড়ি। টেনিস ইতিহাসে সবচেয়ে বেশি ২৪টি গ্র্যান্ডস্লামের মালিকও এই সার্বিয়ান। শুধু তাই নয় রেকর্ড দশবার অস্ট্রেলিয়ান ওপেন জয় করেছেন। ২০২৩ সালে প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে ট্রিপল গ্র্যান্ড স্লাম জয় করে হইচই ফেলে দিয়েছিলেন। মেসির উপস্থিতির কারণে সেই জকোভিচও নার্ভাসনেস অনুভব করেছেন।

ম্যাচশেষে জকোভিচ বলেন, ‘মনে হয় প্রথমবার মেসির সামনে খেললাম। কিছুটা নার্ভাসও ছিলাম। তার উপস্থিতির জন্য কৃতজ্ঞতা। মেসি আমার চোখে সবচেয়ে বড় তারকা। তার সামনে পারফর্ম করতে পারা আমার জন্য সম্মানের।’

ম্যাচ জিতলেও জকোভিচ মেসির এক ছেলের কাছ থেকে পুরো পাশ মার্ক পাননি। ১০-এ ৮ দেওয়া হয়েছে তাকে। এ সম্পর্কে জকোভিচ বলেন, ‘মেসির ছেলে আমাকে ১০-এ ৮ দিয়েছে। বলেছে পরের ম্যাচে ১০-ই পেতে হবে।’