
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী ক্ষমতাসীন সরকারের মন্ত্রী-এমপি-সচিব এবং পুলিশ-প্রশাসনের কর্তাদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, সেনশন-নিষিদ্ধতা থেকে বাঁচতে চাইলে দুর্নীতি-অস্ত্রের রাজনীতি বন্ধ করুন।
৮ ফেব্রুয়ারি বিকেল ৪ টায় তোপখানা রোডস্থ বিসিডব্লিউএল অডিটরিয়ামে ‘সাতকানিয়াসহ সারাদেশে অস্ত্রের রাজনীতি থেকে মুক্তি চায় আমজনতা’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। প্রেসিডিয়াম মেম্বার ফজলুল হকের সভাপতিত্বে প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ বক্তব্য রাখেন।
এসময় নতুনধারার চেয়ারম্যান আরো মোমিন মেহেদী বলেন, দুর্নীতি থামাতে ব্যর্থ হয়ে এখন বলতে শুনছি যে, কমেছে। কিন্তু তারা কমেছে বললেও আক্ষরিক অর্থে প্রচন্ডরকম বৃদ্ধি পেয়েছে বলে আমরা মনে করি। নতুন প্রজন্মের প্রতিনিধিরা দুর্নীতিমুক্ত দেশ চায়, নির্বাচন চায় দুর্নীতিমুক্ত। একই সাথে তাদের দাবি অস্ত্রের রাজনীতির হাত থেকে দেশকে মুক্ত করা হোক।
করোনা ভাইরাসের কারণে বদলে গেছে আমাদের জীবন। আনন্দ-বেদনায়, সংকটে, উৎকণ্ঠায় কাটছে সময়। আপনার সময় কাটছে কিভাবে? লিখতে পারেন পিপলস নিউজ‘এ । আজই পাঠিয়ে দিন feature.peoples@gmail.com মেইলে