• আজ ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম
 প্রধান উপদেষ্টার বক্তব্যকে কেন্দ্র করে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ | প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ | নেতানিয়াহুর বিরুদ্ধে গণ-বিক্ষোভের আহ্বান সাবেক প্রধানমন্ত্রীর | অস্ত্র মামলায় ১৭ বছরের দণ্ড থেকে খালাস পেলেন লুৎফুজ্জামান বাবর | গাজায় দীর্ঘ হচ্ছে লাশের সারি, নিহত ২০০ ছাড়ালো | মার্কিন পররাষ্ট্র দপ্তরে বাংলাদেশ নিয়ে প্রশ্ন, যা বললেন মুখপাত্র | দেড় ঘণ্টা পর কর্মবিরতি প্রত্যাহার, মেট্রোরেলের টিকিট ব্যবস্থা চালু | গালির স্বাধীনতার জন্যই আন্দোলন করেছিলাম: হাসনাত | প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব | টাকা ছাপিয়ে আবারও ২৫শ কোটি টাকা ঋণ দিলো বাংলাদেশ ব্যাংক |

সাকিব-তামিমদের ব্যাটিং কোচের হঠাৎ পদত্যাগ

| নিউজ রুম এডিটর ৬:৩২ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ৯, ২০২২ ক্রিকেট, খেলাধুলা, লিড নিউজ

জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সেচ্ছায় অব্যাহতি নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক তারকা ক্রিকেটার অ্যাশওয়েল প্রিন্স।

বুধবার এক্সক্লুসিভ প্রতিবেদনে প্রিন্সের পদত্যাগের খবর প্রকাশ করেছে দক্ষিণ আফ্রিকার পত্রিকা ইন্ডিপেন্ডেট। তাদের ওয়েবসাইটে এক প্রতিবেদনে জানিয়েছে, পরিবারকে সময় দিতেই দায়িত্ব ছেড়েছেন প্রিন্স।

দক্ষিণ আফ্রিকার পত্রিকাটি জানিয়েছে, আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের সঙ্গে থাকবেন না প্রিন্স। প্রোটিয়াদের হয়ে ১১৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রিন্স বাংলাদেশের কোচিং স্টাফে যোগ দেন স্বদেশি হেড কোচ রাসেল ডমিঙ্গোর সঙ্গে।

গত বছর শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত শুরুতে চুক্তি করেন প্রিন্স। পরে ছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও।

তার অধীনে সবশেষ নিউজিল্যান্ড সফরে দুর্দান্ত পারফরম্যান্স করেন টাইগার ব্যাটাররা।

সম্প্রতি জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়োগ দেয় টাইগারদের সাবেক প্রধান কোচ জেমি সিডন্সকে। তখনও অবশ্য বলা হচ্ছিল, ব্যাটিং কোচ থাকবেন প্রিন্স।

কিন্তু এখন হঠাৎ করেই শোনা গেলো প্রিন্স আর সাকিব-তামিমদের ব্যাটিং কোচের দায়িত্বে থাকছেন না। সেচ্ছায় পদত্যাগ করেছেন।