• আজ ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 আজ বিশ্ব বাবা দিবস | দুই উপদেষ্টার গাড়িবহর আটকে পাথর শ্রমিকদের বিক্ষোভ | ছেলের ফোন বেজেই চলেছে!  এয়ার ইন্ডিয়ার বিমানের কেবিন ক্রু দীপকের মা | প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক চলছে | চিকিৎসক দম্পতি ও তিন শিশু সন্তান বিমান বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে তোলা সেলফি | আওয়ামী লীগের ভুল ছিল, আজকের অবস্থা ভুলেরই শাস্তি: আব্দুল হামিদ | বিধ্বস্ত বিমানে বেঁচে আছেন একজন, জানালেন কী ঘটেছিল! | লন্ডনে সাবেক ভূমিমন্ত্রীর সম্পত্তি জব্দ, যা বললেন সাংবাদিক জুলকারনাইন | প্রধান উপদেষ্টার সাক্ষাতের অনুরোধে সাড়া দিলেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী | নারায়ণগঞ্জে মধ্যরাতে যৌথবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ২ |

শ্রীনগরে বঙ্গবন্ধু ও চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট

| নিউজ রুম এডিটর ৯:৫৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১১, ২০২২ খেলাধুলা

মো:ফারুক খান,শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে মুন্সীগঞ্জের শ্রীনগরে বঙ্গবন্ধু ও চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু ১ দিনের ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। ৪টি টিমের মধ্যে কুকুটিয়া ইউনিয়ন পরিষদ টিম ও কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ টিম চ্যাম্পিয়ন হয়।শুক্রবার বিকালে কুকুটিয়া কে, কে ইনস্টিটিউশন খেলার মাঠে উক্ত খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর। কুকুটিয়া ইউপি চেয়ারম্যান বাবুল হোসেন বাবু’র সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ সেলিম আহমেদ ভূঁইয়া।

এ সময় উপস্থিত ছিলৈন সিনিয়র সাংবাদিক ফরিদ হোসেন, অধ্যক্ষ আব্দুল লতিফ, বিশিষ্ট সমাজসেবক আবুল কালাম আজাদ, নাসিরউদ্দিন ভূঁইয়া, হারুন উর রশিদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মিনহাজ উদ্দি মিনহাজ, কবি ও লেখক দেলোয়ার হোসেন,এ্যাডভোকেট নাসিরুজ্জামান, এ্যাডভোকেট আব্দুল মতিন উজ্জ্বল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম রেজা, যুবলীগ নেতা হাবিবুর রহমান উজ্জ্বল, আব্দুল মঈম কমল, রফিকুল মোল্লাসহ ইউপি সদস্য ও অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রথম ধাপের খেলায় কুকুটিয়া ইউনিয়ন পরিষদ ০২-০১ গোলে কুকুটিয়া ইউনিয়ন যুব সমাজ টিমকে পরাজিত করে।

অপরদিকে দ্বিতীয় ধাপের খেলায় কুকুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ টিম ০১-০০ গোলে কুকুটিয়া ইউনিয়ন সিনিয়র সিটিজেন আবুল কালাম আজাদের টিমকে পরাজিত করে। চ্যাম্পিয়ন দলকে ট্রফি দেওয়া হয়।