মোঃতারিকুর রহমান চুয়াডাঙ্গা প্রতিনিধি ঃচুয়াডাঙ্গা জীবননগর থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার দুপুরে ভারতীয় মাদকদ্রব্য ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আকাশ ও রকিম ঢালীকে গ্রেফতার করেন পুলিশ।
গ্রেফতারকৃত আকাশ (২২) পৌর এলাকার দৌলৎগঞ্জ পাড়ার হারুন অর রশিদের ছেলে ও রকিম ঢালী (৩৫) উপজেলার কালা গ্রামের রটম ঢালীর ছেলে।
পুলিশ সুত্র থেকে জানা গেছে, জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল খালেকের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সৈকত পাড়ে ও সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে দুপুর সোয়া দুইটার দিকে পৌর এলাকার ইসলামপুরে মুজাহিদ ফুড বেকারি সংলগ্নে জীবননগর-চ্যাংখালি সড়কের থেকে ৫০ বোতল ফেনসিডিল ও মাদক ব্যাবসায়ে ব্যবহৃত একটি ডায়ান মোটরসাইকেল সহ আসামী আকাশ শেখ ও রকিম ঢালীকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা রুজু হয়েছে।