• আজ ২০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কুুড়িগ্রামে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট সদর কমিটির সাথে জেলা কমিটির মতবিনিময় সভা

| নিউজ রুম এডিটর ৪:৫৫ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ১৩, ২০২২ কুড়িগ্রাম, সারাদেশ

মোঃবুলবুল ইসলাম,কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ কুড়িগ্রাম সদরে রবিবার ১৩ ফেব্রুয়ারি রবিবার দুপুরে উপজেলা চত্ত্বরের পাশে কমিটি কার্যালয়ে কুড়িগ্রাম সদরের নবনির্বাচিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট কমিটির সাথে জেলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোট কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আগামী ১৬ ফেব্রুয়ারী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও স্মারকলিপি কর্মসূচী স্বাস্থ্যবিধি মেনে সফল করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক মোঃ আব্দুর রশিদ , সদস্য সচিব মোঃ নূরুন্নবী আলী, অর্থ-সচিব মোঃ মনিরুজ্জামানসহ, জেলা ও উপজেলার অন্যান্য কমিটিবৃন্দ।