

মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার ২নং বোয়ালদাড় ইউনিয়নে ৯টি ওয়ার্ডে ৭২৭ টি কার্ডের অন্তভূক্ত সবাইকে ৩০ কেজি করে ভিজিডি চাল বিতারণ করা হয়। মঙ্গলবার( ১৫ ফেব্রুয়ারি) দুপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদরুল ইসলাম উপস্থিত থেকে নিজস্ব কার্যালয়ে এসব চাল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার গোলাম রাব্বানী, অতিরিক্ত ইউপি সচিব জাহিদুল ইসলাম, ইউপি সদস্য আখতারুজ্জামান বাবু, মুশফিকুল হোসেন বকুল, মোতালেব হোসেন, সানোয়ার হোসেন, নাজিমুল হোসাইন, মাসুদ রানা এবং মহিলা সদস্য বুলবুলি খাতুন প্রমুখ।