• আজ ২২শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সেই ফারুকির বলেই ফিরলেন তামিম

| নিউজ রুম এডিটর ১২:২১ অপরাহ্ণ | ফেব্রুয়ারি ২৮, ২০২২ খেলাধুলা, লিড নিউজ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে সিরিজ নিশ্চিত করেছে তামিম ইকবালের বাংলাদেশ।

আজ জিতলেই হোয়াইটওয়াশ। এমন হাতছানি যখন তামিম ইকবালদের সামনে, তখন মরিয়া হয়েই খেলতে নামার কথা টাইগারদের। কিন্তু এই খেলতে নামা আফগানিস্তানকে হোয়াইটওয়াশের টার্গেটে নয়, ১০ পয়েন্ট পেতে।

আজ জিতলেই পয়েন্ট তালিকায় বাংলাদেশের পাশে লেখা হবে আরও ১০ পয়েন্ট। এই জয়ে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জয়ের টস জিতে ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা।

তামিম ইকবাল ও লিটন দাসের ব্যাটে সতর্ক শুরু করে বাংলাদেশ।

দু’জনে দেখে শুনেই খেলছিলেন এই দুই ওপেনার। ফজল হক ফারুকির করা ইনিংসের নবম ওভার। ব্যাক অফ লেন্থে করা চতুর্থ বলে কবজির মোচড়ে স্কয়ার লেগে দারুণ চার হাঁকান লিটন। পরের বল ছেড়ে দিয়ে শেষ বলে দৃষ্টি নন্দন কাভার ড্রাইভে আবার চার।

সতর্ক শুরু করা লিটনের ব্যাটে যেন আবার রানের ফোয়ারার আভাস।

লিটন যখন এমন ব্যাটিংয়ে সৌন্দর্য ছড়াচ্ছিলেন অন্যদিকে সংগ্রাম করছিলেন তামিম। সেই ফারুকির বলেই ১১তম ওভারের প্রথম বলে সাজঘরে ফেরেন তামিম। তার ব্যাট থেকে আসে ২৫ বলে ১১ রান।