• আজ ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 পিএসএল খেলার ছাড়পত্র চেয়েছেন সাকিব | জাতীয় সংগীতের পক্ষে কথা বলায় সাম্যকে হত্যা করা হয়েছে: রিজভী | রাজধানীর যেসব স্থানে বসবে কুরবানির পশুর হাট | এসি মিলানকে কাঁদিয়ে ৫১ বছর পর শিরোপা জয় বোলোগনার | ‘আতঙ্কের’ সোহরাওয়ার্দী উদ্যানকে নিরাপদ করতে ৭ সিদ্ধান্ত | পরিবারের আপত্তিতে কবর থেকে লাশ তুলতে পারলেন না নির্বাহী ম্যাজিস্ট্রেট  | প্রধান উপদেষ্টাকে ডি-লিট ডিগ্রি দিলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় | দেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা : প্রধান উপদেষ্টা | আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধের প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র | কেন প্রকাশ্যেই ভারতের পক্ষে দাঁড়িয়েছে ইসরাইল? |

‘মাদককাণ্ডে যুক্ত নন শাহরুখপুত্র আরিয়ান’

| নিউজ রুম এডিটর ১:২৮ অপরাহ্ণ | মার্চ ২, ২০২২ বিনোদন, লিড নিউজ

অবশেষে কলঙ্কিত অধ্যায় মুছতে চলেছে বলিউড বাদশাহর ছেলে আরিয়ান খানের জীবন থেকে!

মাদক মামলা বা আন্তর্জাতিক মাদক পাচারের সঙ্গে কোনোভাবে যুক্ত নন শাহরুখ খানের ছেলে।

বুধবার এমনই ঘোষণা দিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংস্থার (এনসিবি) একটি তদন্তকারী দল (এসআইটি)। খবর আনন্দবাজার পত্রিকার।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, আরিয়ান যে মাদক নেওয়া বা মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন, এমন কোনো প্রমাণ নেই।

তদন্তকারী টিমের দাবি, তদন্ত করতে গিয়ে প্রমোদতরী অভিযানে অভিনেতাপুত্রকে গ্রেফতারের পেছনেও অনেক ফাঁক চোখে পড়েছে তাদের।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তদন্তকারী দলের শীর্ষ কর্মকর্তাদের বক্তব্য, আরিয়ান মাদক পাচারের সঙ্গে যুক্ত ছিলেন না।

তিনি নিজেও মাদক নিতেন না! তাই কী কারণে তার মোবাইল ফোন আটক করা হয়েছিল, কেনইবা ফোনের বার্তা দেখা হয়েছিল, তা তারা তদন্তে নেমে বুঝতেই পারেননি।

কারণ অভিনেতাপুত্রের কোনো বাক্যালাপে মাদক সম্বন্ধীয় কোনো তথ্যের উল্লেখ নেই।

তাদের আরও দাবি, এনসিবির যে অভিযান চালানো হয়েছিল, তারও কোনো ভিডিও রেকর্ডিং নেই। অর্থাৎ মামলায় গ্রেফতার একাধিক আসামির থেকে মাদক উদ্ধার হয়েছে, এমনটিও দেখাতে পারবে না সংস্থা।