• আজ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধের মাঝেও যে কারণে কিয়েভ ছাড়ছেন না বাঙালি চিকিৎসক

| নিউজ রুম এডিটর ৪:৩৪ অপরাহ্ণ | মার্চ ৬, ২০২২ আন্তর্জাতিক, লিড নিউজ

যুদ্ধ বাধতেই সবাই দ্রুত ইউক্রেন ছেড়ে পালাচ্ছেন। কিন্তু এক বাঙালি চিকিৎসক এখনই দেশটি ছাড়ছেন না বলে জানিয়ে দিয়েছেন। তিনি যুদ্ধের মাঝেও কিয়েভে থাকছেন। এই চিকিৎসকের নাম ড. পৃথ্বীরাজ ঘোষ।

৩৭ বছর বয়সী ওই চিকিৎসক ইউক্রেনে ভারতীয় শিক্ষার্থীদের পরামর্শদাতা হিসেবেও কাজ করেন। যুদ্ধ পরিস্থিতিতে সব ভারতীয় শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করে বের করা ও উদ্ধারকারী বিমানে না তুলে দেওয়া অবধি তিনি নিজে ইউক্রেন ছেড়ে যাবেন না বলেই জানিয়েছেন।

ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে ড. ঘোষ বলেন, ‌‘আমি কিয়েভে আটকে নেই, আমি স্বেচ্ছায় দেশ ছেড়ে যাচ্ছি না। এখন পর্যন্ত প্রায় ৩৫০ শিক্ষার্থীতে আমি ইউক্রেন থেকে ভারতে যেতে সাহায্য করেছি। কিয়েভে ওরা আমার ছাত্র-ছাত্রী ছিল। অন্যান্য যেসব কো-অর্ডিনেটররা ইউক্রেন ছেড়ে দেশে ফিরে গেছেন, তারাও আমায় বাকি ভারতীয় শিক্ষার্থীদের সাহায্য করার কথা বলে গেছেন। বিশেষ করে সুমিতে যেসব শিক্ষার্থী আটকে রয়েছে, তাদের সাহায্য করতেই হবে।’
তিনি জানান, খারকিভ থেকে এখন পর্যন্ত প্রায় ২ হাজার শিক্ষার্থী সুরক্ষিতভাবে বের হতে পেরেছে।

সূত্র : ইন্ডিয়া টুডে, প্রাগনিউজ, টিভি৯বাংলা