ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি পরিবারের বাড়ী ঘর ও আসবাবপত্র সহ যাবতীয় মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০ টায় উপজেলার চন্ডিদাসপুর গ্রামে এ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, গৃহকর্তা কোরবান আলী ও তার দুই পুত্র জাহাঙ্গীর আলম ও জামাল উদ্দিনের পৃথক পৃথক ৩ টি ঘরে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০ টার দিকে গৃহকর্তা ঘুম থেকে জেগে ওঠে দেখেন তার নিজ ঘর ও দুই পুত্রের দুটি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় তাড়াহুড়া করে গোয়াল ঘর থেকে গর“ বের করতে গিয়ে ৩ টি ঘরের যাবতীয় মালামালসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বাড়ীর লোকজনের চিৎকারের গ্রামবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টাকালে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ৩ টি পরিবারে গর“ বাদে কোন কিছু করা সম্ভব হয়নি।
ঘোড়াঘাট ফায়ার সাভির্স লিডার মুক্তি মাহামুদ জানান, বাড়ীর রান্না ঘরের চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডে আনুমানিক ২ টাকার হয়েছে।