• আজ ২৮শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
 চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা যুবদল নেতার, ভিডিও ভাইরাল | পানিহাটা সীমান্তে ১০ বাংলাদেশীকে বিএসএফের পুশইন | ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি শেষ করার নির্দেশ প্রধান উপদেষ্টার | কুড়িগ্রামে তিস্তায় নিখোঁজের একদিন পর শিশুর মরদেহ উদ্ধার | বাংলাদেশের ওপর ভারতের অখণ্ডতা ও সার্বভৌমত্ব নির্ভরশীল: নাহিদ ইসলাম | ২৪ ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় বৈঠকে ট্রাম্প-নেতানিয়াহু | চট্টগ্রামে প্রথম দুই ব্যক্তির শরীরে জিকা ভাইরাস শনাক্ত | তাজিয়া মিছিলে হাজারো মানুষ, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলাবাহিনী | আজ ১০ই মহররম, পবিত্র আশুরা | নতুন বাংলাদেশে মাফিয়াতন্ত্রের সরকার গড়তে দেওয়া হবে না: নাহিদ ইসলাম  |

ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি বসতবাড়ি পুড়ে ভস্মিভূত

| নিউজ রুম এডিটর ৯:২০ অপরাহ্ণ | এপ্রিল ১, ২০২২ দিনাজপুর, সারাদেশ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে ভয়াবহ অগ্নিকান্ডে ৩ টি পরিবারের বাড়ী ঘর ও আসবাবপত্র সহ যাবতীয় মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১০ টায় উপজেলার চন্ডিদাসপুর গ্রামে এ অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।

সরজমিনে গিয়ে দেখা যায়, গৃহকর্তা কোরবান আলী ও তার দুই পুত্র জাহাঙ্গীর আলম ও জামাল উদ্দিনের পৃথক পৃথক ৩ টি ঘরে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত সাড়ে ১০ টার দিকে গৃহকর্তা ঘুম থেকে জেগে ওঠে দেখেন তার নিজ ঘর ও দুই পুত্রের দুটি ঘরে দাউ দাউ করে আগুন জ্বলছে। এ সময় তাড়াহুড়া করে গোয়াল ঘর থেকে গর“ বের করতে গিয়ে ৩ টি ঘরের যাবতীয় মালামালসহ সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় বাড়ীর লোকজনের চিৎকারের গ্রামবাসী ছুটে এসে আগুন নিভানোর চেষ্টাকালে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। ৩ টি পরিবারে গর“ বাদে কোন কিছু করা সম্ভব হয়নি।

ঘোড়াঘাট ফায়ার সাভির্স লিডার মুক্তি মাহামুদ জানান, বাড়ীর রান্না ঘরের চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারনা করা হচ্ছে। অগ্নিকান্ডে আনুমানিক ২ টাকার হয়েছে।