মোঃ আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের হিলিতে মঙ্গল শোভাযাত্রা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ও মধ্য দিয়ে ১লা বৈশাখ বাংলা নববর্ষ ১৪২৯ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে একটি র্যালী বের করা হয়। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ১লা বৈশাখ বাংলা নববর্ষ এর তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনাসভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ, ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা, পারুল নাহারসহ অনেকে উপস্থিত ছিলেন।