• আজ ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

হিলিতে মুজিবনগর দিবস পালিত

| নিউজ রুম এডিটর ৩:৪৬ অপরাহ্ণ | এপ্রিল ১৭, ২০২২ দিনাজপুর, লিড নিউজ, সারাদেশ

হিলি (দিনাজপুর) প্রতিনিধি।।দিনাজপুরের হাকিমপুরে শিশু কিশোরদের মাঝে কুইজ প্রতিযোগীতা ও আলোচনাসভার মধ্য দিয়ে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকাল ১১টায় উপজেলা পরিষদের সন্মেলন কক্ষে শিশুকিশোরদের মাঝে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের ৫০জন শিক্ষার্থী অংশগ্রহন করেন। কুইজ প্রতিযোগীতা শেষে সেখানে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা ঐতিহাসিক মুজিবনগর নিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। আলোচনাসভা শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।

এসময় উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা রতন কুমারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভাইস-চেয়ারম্যান শাহিনুর রেজা, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ, সহকারী প্রোগামার অফিসার জান্নাতুল ফেরদাউস, সহকারী শিক্ষক মাহিদুল ইসলামসহ অনেকে।