• আজ ১০ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ কর্তৃক ইফতার মাহফিলের আয়োজন

| নিউজ রুম এডিটর ১২:০৯ অপরাহ্ণ | এপ্রিল ২৪, ২০২২ সারাদেশ

সারওয়ার জাহান ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব এ এইচ এম আবদুর রকিব, বিপিএম, পিপিএম(বার) এর সার্বিক পরিকল্পনা ও উদ্যোগে পুলিশ লাইন্স ড্রিলশেডে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও মনোমুগ্ধকর পরিবেশে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল ও বাদ মাগরিব নৈশভোজের আয়োজন করা হয়।

পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ এর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ আসন ও সংরক্ষিত মহিলা আসন-৩৮ এর মাননীয় সংসদ সদস্যদ্বয়, চাঁপাইনবাবগঞ্জের সুযোগ্য জেলা প্রশাসক, জেলা ও দায়রা জজ, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, সিভিল সার্জন, বিজিবি ৫৩ ও ৫৯ ব্যাটালিয়ন অধিনায়ক, সরকারি উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল জনপ্রতিনিধি এবংরাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ী, সুশীল সমাজ সহ জেলা পুলিশের সকল স্তরের পুলিশ সদস্যগণ।

পুলিশ সুপার, চাঁপাইনবাবগঞ্জ মহোদয়ের প্রত্যক্ষ দিক-নির্দেশনা ও সার্বিক ব্যবস্থাপনায় জেলার সকল পর্যায়ের ব্যক্তিবর্গের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অত্যন্ত চমৎকার পরিবেশে এ অনুষ্ঠান সমাপ্ত হয়।